পর্তুগালে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শনিবার বিশেষ কর্মশালা 'জার্নালিজম এন্ড কমিউনিটি এনগেজমেন্ট' এর আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রনি মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল করিম এবং পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে রানা তাসলিম উদ্দিন এবং শাহ আলম কাজল সহ পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মূল আলোচনায় পর্তুগালের কমিউনিটি ব্যক্তিত্বগণ বলেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যগণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পর্তুগালে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের জীবন যাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই সাথে আরো বলেন, পর্তুগালের সাংবাদিকগণ স্বেচ্ছাশ্রমে কমিউনিটির প্রতি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং সে কারণেই সাংবাদিকদের কল্যাণে কমিউনিটির আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। অপরদিকে লেখক-সাংবাদিকদেরকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে জোর দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন