বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটি কাতার এর উদ্যোগে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দোয়া মাহফিল করেছে সংগঠনটি। শুক্রবার রাজধানী দোহার সুন্দরবন রেস্টুরেন্টে ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা আলমগীর সাকিব।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল জলিল, উপদেষ্টা আইয়ুব চৌধুরী, মিজানুর রহমান, সহ-সভাপতি নাজিম খান বাবু, সহসভাপতি ইনজামুল হক মান্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি, সহ-সাধারণ সম্পাদক আরিফুল রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাকিল, সিনিয়র সদস্য তরিকুল মুমিন, মাওলানা আব্দুল ওয়াদুদ ও শেখ মুশাহিদুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন গোলাম সারওয়ার মিশু, বাবুল গাজী, বাবু খানসহ অন্যানরা। পরে দেশ জাতির কল্যাণ ও কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল