৪ ডিসেম্বর, ২০২১ ২২:২৭

লকডাউনের কথা ভাবছে না কুয়েত সরকার

কুয়েত প্রতিনিধি

লকডাউনের কথা ভাবছে না কুয়েত সরকার

ওমিক্রনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কুয়েতে। প্রতীকী ছবি

কুয়েতে করোনার (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাই কারফিউ বা লকডাউনে যাওয়ার কথা ভাবছে না দেশটির সরকার।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও  সৌদি আরবে সম্প্রতি ওমিক্রন শনাক্তের খবর পাওয়ার পরে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২ ডিসেম্বর  এক জরুরি বৈঠক করে। ওমিক্রন ঠেকাতে প্রতিবেশী দেশ কিংবা যেসব দেশ থেকে প্রবাসীরা কুয়েত প্রবেশ করছেন, তাদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা আরও কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এজন্য কুয়েতের স্থল, নৌ ও বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশটির মন্ত্রিপরিষদের বরাতে এ খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। বৈঠকে আগের অভিজ্ঞতা থেকে ওমিক্রন ঠেকাতে সমুদ্রপথ ও স্থলবন্দরগুলোতে কঠোর নজরদারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় গুরুত্ব আরোপ করে। বৈঠকে জানানো হয়, কুয়েতে এখনো ওমিক্রনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে কুয়েত নতুন করে কারফিউ কিংবা আশিক কারফিউ এমনকি লকডাউনের পরিকল্পনার দরকার নেই।

তবে দেশটিতে অবস্থানরত সব নাগরিক ও অভিবাসীকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে কুয়েত সরকার।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর