১৭ মে, ২০২২ ১৬:৪৩

কানাডার আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অর্ণব চক্রবর্তী

অনলাইন ডেস্ক

কানাডার আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অর্ণব চক্রবর্তী

বিশ্বের অন্যতম শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক ICEF-এর আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অংশ নিতে শা এসোসিয়েটসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অর্ণব চক্রবর্তী এখন টরোন্টোতে। প্রায় ৯০টি দেশ থেকে ১০৯৫ জন আন্তর্জাতিক ডেলিগেটের উপস্থিতিতে মুখরিত টরোন্টোর ওয়েস্টিন হারবার ক্যাসেল ডাউনটাউন হোটেল। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও ইউরোপের টপ র‌্যাংকিং খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কলেজের এডমিশন অফিসার, ডীন ও ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজারদের সঙ্গে অর্ণবের সাক্ষাৎ করবার কথা রয়েছে; সেইসঙ্গে অনেক বিটুবি মিটিংয়েও উপস্থিত থাকবেন অর্ণব চক্রবর্তী। তিন দিনব্যাপী এ শিক্ষা সম্মেলনে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

 
বাংলাদেশী স্টুডেন্টদের ভিসা সহজীকরণ, স্কলারশীপ ফেসিলিটি, কো-অপ প্রোগ্রাম, পার্ট-টাইম, ফুল-টাইম জব ইত্যাদি বিষয় নিয়ে অর্ণব কথা বলবেন বিভিন্ন দূতাবাস, হাইকমিশন, আমেরিকা ও কানাডার রেপুটেড ইউনিভার্সিটি এবং কলেজের প্রতিনিধি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর