৫ আগস্ট, ২০১৯ ১৭:৩৬

সবুজেই হাসি, সবুজেই বাঁচি

নাসিম বর্ণ

সবুজেই হাসি, সবুজেই বাঁচি

ভেজালের ভিড়ে নির্ভেজালের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে ‘‘রূপসদী গ্রীন এগ্রো’’। ব্রাহ্মণবাড়িয়ার রূপসদী গ্রামের একদল শিক্ষিত যুবক নিরলসভাবে কাজ করে যাচ্ছে গরু মোটা তাজাকরণে। এই খামারটি গড়ে উঠেছে নিবির সবুজ পল্লীতে। এদের একটাই স্লোগান “সবুজেই হাসি, সবুজেই বাঁচি।”

গ্রামের বেকার সমস্যা সমাধানে এই খামারে প্রশিক্ষণ ও পরামর্শ নিচ্ছে বেকার তরুণরা। ইতিমধ্যে, “রূপসদী গ্রীন এগ্রো’ খামার থেকে উৎসাহ ও পরামর্শ নিয়ে ৬টি খামার গড়ে উঠেছে। 

এদিকে, সামনে ঈদুল আযহা উপলক্ষ্যে গ্রাহকদের স্বাস্থ্যসম্মত গরু সরবরাহ করার জন্য ওই খামারে ২০টি গরু লালন পালন করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর