সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
পাঠকের লেখা

লোকাল বাসে কাজবাজ

♦  দরজার হাতল ধরে মানুষ দাঁড়িয়ে থাকে। তবুও অনেক যাত্রী এসে বলে সিট আছে? এ প্রশ্নের উত্তরে কন্ডাক্টর সিট আছে বলে। কিন্তু যাত্রী উঠে দেখে সিট খালি নাই। তখন আবার কন্ডাক্টর বলে, আপনি তো জিজ্ঞেস করেছেন সিট আছে কিনা। খালির কথা তো জিজ্ঞেস করেননি!

 

♦  কন্ডাক্টর কথা দেয় সামনের স্টেশনে গেলেই সিট খালি হবে কিন্তু সেই স্টেশনটাই আর আসে না।

 

♦   বাসে ওঠার সময় হেলপার নিজে যাত্রীর জিনিসপত্র তোলে, পারলে যাত্রীকে ধরে উঠায় কিন্তু নামার সময় পুরো উল্টো।

 

♦  কন্ডাক্টর যখনই দেখে যে সামনের স্টপেজে কোনো যাত্রী নাই। তখনই সে ঘোষণা দেয় যে, এই স্টপেজে শুধু যাত্রী নামানো হবে, তোলা হবে না।

 

♦  যাত্রী ভাড়া দেয়নি এই কথা বন্দুকের গুলি মিস হলে কন্ডাক্টরের মন থেকে মিস হয় না। কিন্তু যাত্রীর ফেরত পাওয়া টাকার কথা সে বার বার ভুলে যায়।

 

♦  মাঠে গরু বেঁধে বাসে উঠবে সেই সময় ওঠা যাত্রীকে  দেখা যায়। কিন্তু নামা যাত্রীকে বাংকার থেকে ব্যাগ নামানোর সময় দেয় না।

 

♦  একটা স্টপেজে গাড়ি দাঁড়ানো থাকলে যখনই জিজ্ঞেস করা হবে আর কতক্ষণ দাঁড়াবে? তখনই উত্তর আসবে আর দুই মিনিট।

 

 লেখা : মাহবুব

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর