সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

টিকিট চেকার : আপনার টিকিট দেখান।

যাত্রী : টিকিট তো ছিল। কিন্তু আমার ছোট ছেলেটা পথে সেটাকে চিবিয়ে খেয়ে ফেলেছে।

টিকিট চেকার : এখনো অনেক পথ বাকি। পথে আপনার ছেলের আবার খিদে পাবে। আপনি বরং আরেকটা টিকিট কাটুন।

সংগ্রহ : মৃন্ময় রায়, দশম শ্রেণি, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ।

 

 

দুই ভাইবোন গল্প করছে।

ভাই : একটা কাজ করলে আমি তোকে ১০ হাজার টাকা দেব।

বোন : কিন্তু ভাই আমি যে ৫০০ টাকার একটা টাকাও কম নিব না।

সংগ্রহ : আরাফাতুম জান্নাত সুস্মি, ষষ্ঠ শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।

 

 

বাবা- জানিস, তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়?

ছেলে- হ্যাঁ বাবা, জানি বলেই তো কম কম পড়াশোনা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি!

সংগ্রহ : আয়েশা সিদ্দিকা পান্না, অষ্টম শ্রেণি, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা।

 

 

রাস্তায় এক পথচারী এক পকেটমারকে হাতেনাতে ধরে ফেলল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি লোকটার পকেটে হাত ঢুকিয়েছিলে কেন?

পকেটমার : হিমেল হাওয়ার স্পর্শে হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। তাই হাতটা একটু গরম করার জন্য এই ভদ্রলোকের পকেটে হাত ঢুকিয়েছিলাম।

সংগ্রহ : আফরিন জাহান শশী, নবম শ্রেণি, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর