আজকেও বাজারের টাকা থেকে পিন্টু একটা টাকাও সরাতে পারেনি। রাগে দুঃখে তার শরীর জ্বালা করছে। এভাবে পরপর চার সপ্তাহ বাজারের জন্য বরাদ্দকৃত টাকা থেকে কেয়ারটেকার পিন্টু টাকা মারতে পারল না। এতে তার প্রেমিক জীবনের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। শেফালীর সঙ্গে তার সদ্য গজিয়ে ওঠা প্রেম প্রায় ভাঙে ভাঙে অবস্থা। প্রতি মাসে বেতনের বাইরে বাজার থেকে চুরির এই বাড়তি টাকা তার প্রেম টিকিয়ে রেখেছে। বাজারের টাকা থেকে প্রতি সপ্তাহে সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরিয়ে ফেলে। সেই টাকা সে শেফালীর সঙ্গে মোবাইলে কথা বলায় খরচ করে। তাকে স্নো, পাউডার, লিপস্টিক, নেলপলিশ কিনে দেয়। মাসে একবার দুজনে রেস্টুরেন্টে খেতে যায়। কিন্তু গত এক মাস ধরে পিন্টু এসব কিছুই করতে পারছে না। কারণ বাজারে আগুন। যা-ই কিনতে যায়, তাতেই দোকানিরা বাড়তি দাম হাঁকায়। শাকসবজি থেকে শুরু করে তেল, মাছ, মাংস সব কিছুর দাম বেড়ে গেছে। বাড়তি দামের অজুহাতে পিন্টু যখন তার বসের কাছে দ্বিগুণ টাকা আদায় করে বাজারে যায় সেদিনই সে দেখতে পায় জিনিসপত্রের দাম আগের চাইতে তিনগুণ বেড়ে গেছে। ফলে তার পক্ষে বাজারের টাকা থেকে চুরি আর সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে শেফালী চলে যাবে। এসব ভাবতে ভাবতে সে বাজারের থলি হাতে রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিল। তখন সে দেখতে পায় একদল লোক রাস্তায় হইচই করছে। মিছিল বের করেছে কি না কে জানে? তার ইচ্ছে ছিল তিন চার মিনিট হেঁটে সে সটকে পড়বে। কারণ দেরি হয়ে যাচ্ছে। বেলা ১২টার মধ্যে বাজার নিয়ে বাসায় পৌঁছতে না পারলে কাজের মেয়েটা রাগারাগি করবে। সূর্যের চেয়ে যেমন বালির তাপ বেশি তেমনি বসের চাইতে বাসার কাজের মেয়ের রাগ বেশি। হঠাৎ কোথা থেকে ইট-পাটকেল ছোড়া শুরু হলো। পিন্টু পুরোদস্তুর হকচকিয়ে গেল। এমন অভিজ্ঞতা তার জীবনে প্রথম। যে যেদিকে পারল ছুটে পালাল। ভারী বাজারের ব্যাগের কারণে পিন্টু জোরে দৌড়াতে পারল না। সে আছাড় খেয়ে পড়ে গেল। হাতে থাকা বাজারের ব্যাগ থেকে সব জিনিস ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল। কিছু জিনিস পড়ল ড্রেনে, কিছু গিয়ে পড়ল ডাস্টবিনে। আশপাশে কেউ নেই, রাস্তায় একা পিন্টু গড়াগড়ি খাচ্ছে। হাতের ঘড়ির দিকে সে তাকিয়ে দেখল ১২টা বাজতে বেশি দেরি নেই। তাকে যেভাবেই হোক বাজার নিয়ে যেতে হবে। নইলে তার কপালে ১২টা বাজবে। কিন্তু কী আর করার? রাস্তা ছেড়ে সে উঠে দাঁড়াল। ভগ্ন হৃদয়ে সে খালি থলি হাতে বাজারের দিকে রওনা দিল। মাসের পর মাস ধরে বাজারের টাকা সরিয়েছে সে। এবার এ মাসের বেতনের অধিকাংশ টাকা বাজার করতেই চলে যাবে। এজন্যই জ্ঞানীজন বলেন, চোরের ১০ দিন, গেরস্থের একদিন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ