♦ প্রথম বন্ধু : তোর জন্য দুইটা নিউজ আছে। একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। কোনটা আগে শুনতে চাস?
দ্বিতীয় বন্ধু : গুড নিউজটা আগে বল।
প্রথম বন্ধু : এবারের পরীক্ষায় আমরা সবাই দেখে দেখে লিখতে পারব।
দ্বিতীয় বন্ধু : সত্যি? আর ব্যাড নিউজ?
প্রথম বন্ধু : আর ব্যাড নিউজটা হলো গুড নিউজটা ভুয়া ছিল।
সংগ্রহ : মুমতাহিনা তাবাস্সুম সারাহ, সপ্তম শ্রেণি, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, মালিবাগ, ঢাকা।
♦ প্রথম চাপাবাজ : আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দিই!
দ্বিতীয় চাপাবাজ : কি বলিস? আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলার ওপর বসে পড়ি!
সংগ্রহ : টুম্পা আক্তার র্যাংলার কিরণ দে মডেল কলেজ, গফরগাঁও।