স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। দুজনই চিৎকার-চেঁচামেচি করে কথা বলছেন-
স্ত্রী : তুমি আমার সঙ্গে চিৎকার করে কথা বলছ কেন?
স্বামী : তোমার মতো বউয়ের সঙ্গে চিৎকার করে কথা না বলে মিষ্টি সুরে কথা বলব নাকি!
স্ত্রী : সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখ, আমার মতো বউ আরেকটা পাও কি না!
স্বামী : তুমি কী ভাবছ, দ্বিতীয়বারও আমি তোমার মতোই বউ খুঁজব?
*
ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত¡না দিয়ে বন্ধু বলল, ‘আরে দূর, মলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’
হতাশ প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘ভোলার উপায় নেই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।’
*
বুয়া : খালাম্মা, দুধের পাতিলে একটা ইঁদুর পড়েছে।
গৃহিণী : কী! তাড়াতাড়ি ইঁদুরটা সরা।
বুয়া : ইঁদুর সরানোর ব্যবস্থা করেই আসছি। পাতিলের ভিতরে একটা বিড়াল রাইখা আসছি!
-সংগ্রহ : রিপা
গফরগাঁও, ময়মনসিংহ।