সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাসাতে ব্যাচেলর ইমোটিকন

ফরিদুল ইসলাম নির্জন

ফেসবুক স্ট্যাটাসের ওপর সাতটি ইমোটিকন ব্যবহার করা হয়। সেগুলো হলো লাইক, লাভ, কেয়ার, হাহা, ওয়াও, স্যাড, অ্যাংরি। এগুলো যদি ব্যাচেলরদের জন্য বাসায় ব্যবহার করা হয় তাহলে কেমন হয়-

লাইক : এক মাসের অগ্রিম টাকা নিয়ে ব্যাচেলরদের ভাড়া দেওয়া হয়

 

লাভ : এখানে শুধুমাত্র ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হয়

 

কেয়ার : এখানে রান্না করার জন্য বাসাওয়ালার খরচে বুয়াসহ দেওয়া হয়

 

অ্যাংরি : দয়া করে ব্যাচেলর কেউ ফোন করে বিরক্ত করবেন না

 

ওয়াও : বাসায় থাকতে হলে কিছুই আনতে হবে না। খাট, আসবাবপত্র, ফার্নিচার সবকিছুই রেডি আছে

 

স্যাড : এখানে ব্যাচেলরদের জন্য বাসা ভাড়া দেওয়া হয় না!

 

হাহা : ব্যাচেলরদের বাসা ভাড়া নিতে যা যা লাগবে- ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র, দশ মাসের অগ্রিম ভাড়া, জন্মসনদ, আইডি কার্ডের কপি, স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট। (বি. দ্র. অবশ্যই সত্যায়িত ও অফসেট কাগজে কালার প্রিন্ট করতে হবে। লেমিনেট করে দিলে ভালো হয়।)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর