শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

শব্দ

হেনরী স্বপন

নির্জন কামিজ খুলে রাখো অলিতে গলিতে।

সারাদিন এতো কাজ—

ফেলে রেখে গেছো...কাজের জমিতে খাদ্য পাবে বলে।

এ-মহল্লা ছেড়ে গেছে—একটি পোষা বেড়াল :

রাস্তাগুলো শুয়ে থাকে কুকুরের গায়ের পশম গুঁজে

বিষণ্ন অশ্রুর শব্দ খুব জীর্ণ মনে হলে...

 

পুরনো বাড়ির দেয়ালে শেওলার ত্বকে খড়িওঠা জোর

দিদিমার চামড়ায় উজ্জ্বলতা কুঁচকে রেখেছো লতাবাহার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর