শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

স্বপ্ন : কুরোশাওয়া-গণেশ পাইন

ইকবাল আজিজ

মানুষের মুখ ঘোড়ামুখ হয়ে ডাকে

চিঁহি চিঁহি ডাক পাতা ঝরা গাছ নীল জোছনার বাঁকে;

ছায়াযোদ্ধারা দল বেঁধে তারা পার হয় কতো গিরিপর্বত-

রাজার আদেশে পুড়িয়ে মেরেছে মানুষের দেহ হাজার শপথ।

 

ছেঁড়া ছেঁড়া গান আঁধারের দল গরিব দুঃখী অশ্রুসজল;

উথাল পাথাল বনভূমি দেখি বহমান সব বৃক্ষসকল-

ডাইনি একদা বলেছিলো সেই গভীর গোপন কথা;

বলেছিলো বনে আছে কতো গান রহস্যকবিতা।

 

মানুষের মুখ ঘোড়ামুখ হয়ে ডাকে

বজ্রমুষ্টি ইমানের জোর ছায়াযোদ্ধারা হাঁকে।

চোখে মুখে আজ তীব্র দৃষ্টি-

মন্দিরে দেখি কতো আলো জ্বলে;

কেউ নেই তারা অদৃশ্য বোধ ফিসফিস করে কতো কথা বলে-

কালো কালো জল ডাক দিয়ে যায়

গভীর মায়ায় সাগরের তলে।

 

মানুষের মুখ ঘোড়ামুখ হয়ে ডাকে

হারাকিরি শুধু হারাকারি আজ নীল জ্যোছনার বাঁকে।

রক্তে রক্তে জীবনের রূপ নতুন অর্থ খুঁজে পেতে চায়;

রক্তে রক্তে পিশাচের ছায়া পিশাচকে ফিরে পায়।

সর্বশেষ খবর