শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
কবিতা

ধিক্, পাপাচারী ধিক্

বিমল গুহ

একদিন মৃত্যু হবে জেনেও

কী সহজে ভেঙে ফেলি আমার আকাশ

           প্রতিহিংসায় উঠি মেতে   ভরবেলা? 

একদিন মৃত্যু হবে জেনেও

দুহাতে আগলে রাখি

স্বার্থ-লোভ আমার আপন,

ঘোর-লাগা মাতাল নিঃশ্বাসে

সহজে বিষিয়ে তুলি স্বচ্ছ বাতায়ন

কী সহজে হাতের মুঠোয় তুলে আনি নারীর সম্ভ্রম!

 

তবে কি বিফল জন্ম এই আমাদের

তবে কি মানুষ-নাম একদিন ঘৃণিত শব্দে রূপ নেবে

আমরাও পরিচিত হব সেইদিন

দুই-পা বিশিষ্ট প্রাণিরূপে?

একদিন মৃত্যু হবে জেনেও

সধর্মের মর্মবাণী অগ্রাহ্য করে আমরা কি অমানুষ হব

মা-কে মা-বলে ডাকা ভুলে গিয়ে লালসার লোলুপদৃষ্টি

ছুড়ে দেব দ্বিধাহীন, লাজহীন- নরপশু হয়ে!

আমার জন্ম বৃথা হবে      কুলাঙ্গার কাপুরুষ হব

আমি কি সে-লজ্জাহীন ইদিপাস হয়ে অনন্তকাল

কংক্রিটে মাথা কুটে তুলে নিতে পারবো কোনোদিন

অমোচনীয় কালো দাগ?

ধিক্- মানুষরূপী ধর্ষক ধিক্

ধিক্, ধিক্ পাপাচারী ধিক্ !

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর