শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উদাসীন

অঞ্জনা সাহা

উদাসীন

বৃক্ষপ্রেমে থাকি বৃক্ষের খুব কাছাকাছি;

কিন্তু অধিক থাকি তার মনে-প্রাণে মিশে;

ইট-কাঠের এই কঠিন শহরে শুধুই বাতাসের দীর্ঘশ্বাস;

প্রকৃতির হাহাকারে আমারও কান্না মিশে থাকে!

প্রতিকারহীন কত স্বপ্ন মিশে যায় কঠিন মাটিতে-

মিশে যায় অসহায় বৃক্ষপ্রেম, ব্যর্থ অনুরাগে;

বৃক্ষের অভিমান আর কান্নায় পাতা ঝরে পড়ে।

তারও আছে আকণ্ঠ অভিমান-তাই সে তো কাঁদে।

হয়তো এ-মন জানে তার ব্যথা, যতটা কান্না

মিশে থাকে প্রতিকারহীন পথের উদাসীন ধুলোয়।

আহা উদাসীন ধুলো, হা দীর্ঘশ্বাস, হা আকণ্ঠ অভিমান!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর