শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রাচীন বাদুড়

রাহমান ওয়াহিদ

উত্তুরে হাওয়ার কোলে দোলে মেঘল পাখি

রোদের আকাশ জুড়ে খেলে বালিকা বিকেল

বাসন্তি গুল্ম লতায় তোলে বৃষ্টি মাতম

চোখের কার্নিসে ভেজে শিশির কূজন।

 

ঝিঁঝিঁ সন্ধ্যায় কারা যেন বেসুরো কণ্ঠ ভাঁজে

প্রাচীরে প্রাচীর তুলে খোঁজে প্রত্ন হৃদয় খোঁজে।

চিনিনা চিনিনা সেইসব সুর ও অসুর

দেখি শুধু ধেয়ে আসে রাতকানা প্রাচীন বাদুড়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর