শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা
কবিতা

আমের উৎসব

জাহিদ হায়দার

বাগানের গাছে গাছে সুগন্ধি সন্তান।

আমের সমাজ। পরিবার।

কথা বলে। বাতাসে দোদুল্যমান।

 

রাজশাহী। ভোররাত।

ব্যস্ত দালাল। পাইকার। বাগানমালিক।

শ্রমিকের হাতেমুখে কষ। 

 

সারি সারি ট্রাক।

 

দুটো কাক সুখি,

ঠোকরায় আম।

 

এখন হিমসাগর।

গরম ছায়ার নিচে

সবুজের ছোটো বড়ো ঢিপি।

আমের মৃত্যু উৎসব। 

 

জ্যৈষ্ঠদিন। বৃষ্টি নেই।

মেঘেরা আকাশে মোছে ঘাম।

 

গন্ধ শোকে টিভি-সংবাদদাতা।

হাসে। হাসিও সংবাদ।

 

ঘুরছে ক্যামেরা,

এবার ফলন ভালো।

ঢাকায় দেখছি খবর।

 

কুরিয়ার পাঠায় টেক্সট।

৩১৫ সিরিয়াল।

 

গৃহিণী হাসে। মুখ উজ্জ্বল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর