শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

অন্ধ আয়নালের জীবনযুদ্ধ

বাবুল আক্তার রানা, নওগাঁ

অন্ধ আয়নালের জীবনযুদ্ধ

পৃথিবীর আলো দেখার শক্তি নেই আয়নালের। কারণ তিনি দৃষ্টি প্রতিবন্ধী। হাট-ঘাট, বাজার, রাস্তায় রাস্তায় গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। এমনটাই দেখা গেল, নওগাঁ জেলা সদরের মান্দা উপজেলার ভারশোঁ গ্রামে। স্থানীয় লক্ষ্মীর মোড়ে বিরতিহীন গান গেয়ে চলেছেন আয়নাল। যার শ্রোতা পথচারী ও স্থানীয় লোকজন।

গান শেষে কথা হয় আয়নালের সঙ্গে, শোনা হয় তার জীবনযুদ্ধের কাহিনি। আয়নাল জানায়, গানের গীতিকার ও সুরকার তিনি নিজেই। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গান গেয়ে থাকেন। তার গানের গলায় স্থানীয়রাও মুগ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গাওয়া গান ভিডিও আকারে ছড়িয়ে দিলে ভাইরাল হয়ে যান আয়নাল। দিগ্বিদিক ছড়িয়ে পড়ে তার সুনাম। এলাকাবাসী জানান, ছেলেবেলা থেকেই আয়নাল গানপাগল। যেখানে গানবাজনা হতো সেখানেই ছুটে যেত। এভাবে নিজে নিজেই এক সময় গান বাঁধা, সুর ও গাইতে শুরু করে। আয়নাল জানায়, পেটের দায়ে মাঠে-ঘাটে হাটে-বাজারে গান করি। দৃষ্টিপ্রতিবন্ধী বলে পড়াশোনা করিনি, কাজ করারও উপায় নেই। তাই গানই অবলম্বন। গান শুনে লোকে খুশি হয়ে যা দেন তাতেই চলে যায়। গায়ক হওয়ার স্বপ্ন আমার। ঢাকার টেলিভিশন স্টুডিওতে গান গাইতে চাই। আয়নালের বাবা বলেন, ছেলেটা জন্ম থেকেই দৃষ্টিহীন। সারা দিন হাটে-বাজারে গান শোনায়। আমরাও উৎসাহ দেই। আয়নাল এখন পর্যন্ত শতাধিক গান রচনার পাশাপাশি সুরও দিয়েছে। নওগাঁ বাউল সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক জানান, আয়নাল আঞ্চলিক গানের সম্রাট। এদের মাধ্যমেই টিকে থাকবে আঞ্চলিক গান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর