মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কৃষিতে বাংলাদেশি উদ্যোক্তারা দারুণ সাফল্য পেয়েছেন। সেখানকার কৃষির পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে। বিস্তীর্ণ মরুভূমিতে নানা ধরনের সবজি ফলাচ্ছেন। বাংলাদেশের তরমুজ কিংবা আরবের বিখ্যাত ফল সাম্মামও চাষ করছেন তারা। যা প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়। জানা যায়, ওমানের রাজধানী মাস্কাটের উপকণ্ঠে তিন শতাধিক বাংলাদেশি কৃষি উদ্যোক্তা কৃষিক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছেন। মরুভূমির জমিতে বাংলাদেশি কৃষি উদোক্তারা লাউ, কুমড়া, বেগুন, মুলা, শিম, টমেটো চাষ করছেন। এ ছাড়া নানা জাতের কাঁচামরিচ, পালং শাক, ক্যাপসিকাম কিংবা লেটুস পাতাও চাষ হচ্ছে। বাংলাদেশি জাতের তরমুজ, আরবের বিখ্যাত সাম্মামেরও ভালো ফলন পেয়েছেন। মরুভূমিতে যেদিকে চোখ যায় কেবল সবুজ আর সবুজ। এক প্রবাসী বাংলাদেশি বলেন, বাংলাদেশিরা খুব দাপটের সঙ্গে এখানের কৃষিতে বিনিয়োগ করছে। দেশীয় সব ধরনের সবজি এখানে ফলানো হচ্ছে। এসব সবজির স্বাদ দেশের সবজির মতোই। আরেকজন প্রবাসী বলেন, আমরা দেশীয় সব ধরনের সবজির চাষ করছি। এ ছাড়া আরবের বিখ্যাত ফল সাম্মামেরও চাষ হচ্ছে। আমাদের উৎপাদিত সব সবজি কার্টনে প্যাকেট করে এখানকার সুপারশপগুলোতে ও আশপাশের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। জানা যায়, বাংলাদেশের প্রাবাসীরা কয়েক দশক আগে ওমানের গ্রামীণ অঞ্চলে ছোট পরিসরে কৃষিকাজ শুরু করেন। এখানকার একেকটি কৃষি খামারে ৩০-৪০ জন বাংলাদেশি কৃষকের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিবেশী দেশ বাহরাইন, সৌদি ও দুবাইয়েও রপ্তানি করা হয়। এক কৃষক বলেন, আমরা সব ধরনের সবজি উৎপাদন করি। ওমানের প্রায় ৮০ ভাগ বাজার আমাদের দখলে। আমরা উৎপাদন আরও বাড়ালে শতভাগ বাজারে আমাদের উৎপাদিত সবজি পাওয়া যাবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
ওমানে কৃষিতে সফল বাংলাদেশিরা
এক কৃষক বলেন, আমরা সব ধরনের সবজি উৎপাদন করি। ওমানের প্রায় ৮০ ভাগ বাজার আমাদের দখলে। উৎপাদন আরও বাড়লে শতভাগ বাজারে আমাদের উৎপাদিত সবজি পাওয়া যাবে।
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর