মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কৃষিতে বাংলাদেশি উদ্যোক্তারা দারুণ সাফল্য পেয়েছেন। সেখানকার কৃষির পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে। বিস্তীর্ণ মরুভূমিতে নানা ধরনের সবজি ফলাচ্ছেন। বাংলাদেশের তরমুজ কিংবা আরবের বিখ্যাত ফল সাম্মামও চাষ করছেন তারা। যা প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়। জানা যায়, ওমানের রাজধানী মাস্কাটের উপকণ্ঠে তিন শতাধিক বাংলাদেশি কৃষি উদ্যোক্তা কৃষিক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছেন। মরুভূমির জমিতে বাংলাদেশি কৃষি উদোক্তারা লাউ, কুমড়া, বেগুন, মুলা, শিম, টমেটো চাষ করছেন। এ ছাড়া নানা জাতের কাঁচামরিচ, পালং শাক, ক্যাপসিকাম কিংবা লেটুস পাতাও চাষ হচ্ছে। বাংলাদেশি জাতের তরমুজ, আরবের বিখ্যাত সাম্মামেরও ভালো ফলন পেয়েছেন। মরুভূমিতে যেদিকে চোখ যায় কেবল সবুজ আর সবুজ। এক প্রবাসী বাংলাদেশি বলেন, বাংলাদেশিরা খুব দাপটের সঙ্গে এখানের কৃষিতে বিনিয়োগ করছে। দেশীয় সব ধরনের সবজি এখানে ফলানো হচ্ছে। এসব সবজির স্বাদ দেশের সবজির মতোই। আরেকজন প্রবাসী বলেন, আমরা দেশীয় সব ধরনের সবজির চাষ করছি। এ ছাড়া আরবের বিখ্যাত ফল সাম্মামেরও চাষ হচ্ছে। আমাদের উৎপাদিত সব সবজি কার্টনে প্যাকেট করে এখানকার সুপারশপগুলোতে ও আশপাশের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। জানা যায়, বাংলাদেশের প্রাবাসীরা কয়েক দশক আগে ওমানের গ্রামীণ অঞ্চলে ছোট পরিসরে কৃষিকাজ শুরু করেন। এখানকার একেকটি কৃষি খামারে ৩০-৪০ জন বাংলাদেশি কৃষকের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিবেশী দেশ বাহরাইন, সৌদি ও দুবাইয়েও রপ্তানি করা হয়। এক কৃষক বলেন, আমরা সব ধরনের সবজি উৎপাদন করি। ওমানের প্রায় ৮০ ভাগ বাজার আমাদের দখলে। আমরা উৎপাদন আরও বাড়ালে শতভাগ বাজারে আমাদের উৎপাদিত সবজি পাওয়া যাবে।
শিরোনাম
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
- যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন
ওমানে কৃষিতে সফল বাংলাদেশিরা
এক কৃষক বলেন, আমরা সব ধরনের সবজি উৎপাদন করি। ওমানের প্রায় ৮০ ভাগ বাজার আমাদের দখলে। উৎপাদন আরও বাড়লে শতভাগ বাজারে আমাদের উৎপাদিত সবজি পাওয়া যাবে।
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর