মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কৃষিতে বাংলাদেশি উদ্যোক্তারা দারুণ সাফল্য পেয়েছেন। সেখানকার কৃষির পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে। বিস্তীর্ণ মরুভূমিতে নানা ধরনের সবজি ফলাচ্ছেন। বাংলাদেশের তরমুজ কিংবা আরবের বিখ্যাত ফল সাম্মামও চাষ করছেন তারা। যা প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়। জানা যায়, ওমানের রাজধানী মাস্কাটের উপকণ্ঠে তিন শতাধিক বাংলাদেশি কৃষি উদ্যোক্তা কৃষিক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছেন। মরুভূমির জমিতে বাংলাদেশি কৃষি উদোক্তারা লাউ, কুমড়া, বেগুন, মুলা, শিম, টমেটো চাষ করছেন। এ ছাড়া নানা জাতের কাঁচামরিচ, পালং শাক, ক্যাপসিকাম কিংবা লেটুস পাতাও চাষ হচ্ছে। বাংলাদেশি জাতের তরমুজ, আরবের বিখ্যাত সাম্মামেরও ভালো ফলন পেয়েছেন। মরুভূমিতে যেদিকে চোখ যায় কেবল সবুজ আর সবুজ। এক প্রবাসী বাংলাদেশি বলেন, বাংলাদেশিরা খুব দাপটের সঙ্গে এখানের কৃষিতে বিনিয়োগ করছে। দেশীয় সব ধরনের সবজি এখানে ফলানো হচ্ছে। এসব সবজির স্বাদ দেশের সবজির মতোই। আরেকজন প্রবাসী বলেন, আমরা দেশীয় সব ধরনের সবজির চাষ করছি। এ ছাড়া আরবের বিখ্যাত ফল সাম্মামেরও চাষ হচ্ছে। আমাদের উৎপাদিত সব সবজি কার্টনে প্যাকেট করে এখানকার সুপারশপগুলোতে ও আশপাশের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। জানা যায়, বাংলাদেশের প্রাবাসীরা কয়েক দশক আগে ওমানের গ্রামীণ অঞ্চলে ছোট পরিসরে কৃষিকাজ শুরু করেন। এখানকার একেকটি কৃষি খামারে ৩০-৪০ জন বাংলাদেশি কৃষকের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিবেশী দেশ বাহরাইন, সৌদি ও দুবাইয়েও রপ্তানি করা হয়। এক কৃষক বলেন, আমরা সব ধরনের সবজি উৎপাদন করি। ওমানের প্রায় ৮০ ভাগ বাজার আমাদের দখলে। আমরা উৎপাদন আরও বাড়ালে শতভাগ বাজারে আমাদের উৎপাদিত সবজি পাওয়া যাবে।
শিরোনাম
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
ওমানে কৃষিতে সফল বাংলাদেশিরা
এক কৃষক বলেন, আমরা সব ধরনের সবজি উৎপাদন করি। ওমানের প্রায় ৮০ ভাগ বাজার আমাদের দখলে। উৎপাদন আরও বাড়লে শতভাগ বাজারে আমাদের উৎপাদিত সবজি পাওয়া যাবে।
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর