তাজা রঙিন ফুলের শহীদ মিনার। ভাবতে যেমন শিহরণ জাগে, ফুলেল শহীদ মিনারটি দেখতেও তেমনি রোমাঞ্চকর। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণে বানানো হয়েছে এই ফুলের তৈরি শহীদ মিনার। এটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। অসাধারণ এই প্রতিকৃতির দেখা মিলবে গুলশানের বেরাইদে, ঠিকানা রিসোর্টে। দৈর্ঘ্যে ২২০ ফুট ও প্রস্থে ৩৪ ফুট এই শহীদ বেদি। যেখানে ব্যবহার করা হয়েছে ১২ হাজারের বেশি টব। যার প্রতিটিতে রয়েছে ২০টি করে ফুল। সাত রকমের ফুলে নির্মাণ করা হয়েছে এই সৃজনশীল শহীদ মিনার। ব্যতিক্রমধর্মী এই শহীদ বেদি বানানোর মূল পরিকল্পনাকারী আফরিন তাইবা আলিফ। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘আমি প্রকৃতি ও ফুল নিয়ে কাজ করি। তাই চেয়েছি ইতিহাসকেও ফুলের মাধ্যমে ফুটিয়ে তুলতে। ভাবলাম ভাষার মাস আসছে, ভাষাশহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা হিসেবে একটি শহীদ বেদি নির্মাণ করি। উদ্দেশ্য, গোটা বিশ্ব যেন এই সৃজনশীল কাজ সম্পর্কে জানতে পারে। শহীদ মিনার নির্মাণ করতে গিয়ে দেখলাম, অনেক ফুল প্রয়োজন। এমন বড় স্মৃতিস্তম্ভ এশিয়ার কোথাও নেই। তখনই মাথায় আসে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে নাম লেখানোর। গিনেসে নাম লেখানোর আগ্রহ দেখানোর পর তারা আমাদের থেকে কিছু ডকুমেন্ট চেয়েছে। ছবি, ভিডিও ফুটেজসহ আরও বেশ কিছু কাগজপত্র চেয়েছে। এখানে কী পরিমাণ ফুল লেগেছে, কত রকমের ফুল আর শহীদ মিনারের আকৃতি বা আয়তন
ইত্যাদির সব তথ্য ওদের সরবরাহ করি। ওরা যাচাই করার জন্য আসবে। সেটা যে কোনো সময় হতে পারে। এর জন্য আমরা অপেক্ষা করছি।’ বিশাল এই শহীদ বেদি সম্পর্কে তাইবা আলিফ বলেন, ‘শহীদ বেদিটি মূলত কাঠ ও বাঁশের অবকাঠামোতে তৈরি। এরপর আমরা একে ফুল দিয়ে সাজাই। মাসখানেক লেগেছে এটি তৈরিতে। ফুল সংগ্রহ করেছি নার্সারি থেকে। ২০ জন মানুষ এই বেদি তৈরিতে মেধা ও শ্রম দিয়েছেন। পাঁচ থেকে সাত রকমের ফুল ব্যবহার করা হয়েছে এতে। আর সপ্তাহখানেক লেগেছে শহীদ বেদিকে ফুলের সাজে সাজাতে। সাধারণ দর্শনার্থীরাও এই শহীদ মিনারকে বেশ সাদরে গ্রহণ করেছেন।’ তাইবা আলিফ আরও বলেন, ‘২০১৯ সালে শুরু হয় ফুল দিয়ে সাজানো ঠিকানার পথচলা। এর অবকাঠামো মুন্সীগঞ্জ থেকে আনা। এটি মূলত একটি বসবাসযোগ্য বাড়ি। আমরা একে রেস্টুরেন্টে পরিবর্তন করি। এরপর একে ফুল দিয়ে সাজানো হয়। জাপানি ফুল পিটুনিয়া ও গাঁদা ফুল। সাধারণ দর্শনার্থীরা এই পরিবর্তনটা বেশ সাদরে গ্রহণ করেন। মানুষের প্রকৃতির প্রতি এমন ভালোবাসা থেকে ঠিকানাকে ফুলে আবৃত করার পরিকল্পনা করি। ২০২১ সালে পিটুনিয়া ফুলের পাশাপাশি ডায়ানথাস, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল অর্থাৎ শীত মৌসুমের ফুলগুলো দিয়ে রাঙানো হয় ঠিকানাকে। বলে রাখি- শীত মৌসুমে ঠিকানায় চলে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। তখন দর্শনার্থীর ভিড়ও থাকে বেশি।’
শিরোনাম
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
বাহারি ফুলের শহীদ মিনার
আবদুল কাদের
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর