তাজা রঙিন ফুলের শহীদ মিনার। ভাবতে যেমন শিহরণ জাগে, ফুলেল শহীদ মিনারটি দেখতেও তেমনি রোমাঞ্চকর। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণে বানানো হয়েছে এই ফুলের তৈরি শহীদ মিনার। এটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। অসাধারণ এই প্রতিকৃতির দেখা মিলবে গুলশানের বেরাইদে, ঠিকানা রিসোর্টে। দৈর্ঘ্যে ২২০ ফুট ও প্রস্থে ৩৪ ফুট এই শহীদ বেদি। যেখানে ব্যবহার করা হয়েছে ১২ হাজারের বেশি টব। যার প্রতিটিতে রয়েছে ২০টি করে ফুল। সাত রকমের ফুলে নির্মাণ করা হয়েছে এই সৃজনশীল শহীদ মিনার। ব্যতিক্রমধর্মী এই শহীদ বেদি বানানোর মূল পরিকল্পনাকারী আফরিন তাইবা আলিফ। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘আমি প্রকৃতি ও ফুল নিয়ে কাজ করি। তাই চেয়েছি ইতিহাসকেও ফুলের মাধ্যমে ফুটিয়ে তুলতে। ভাবলাম ভাষার মাস আসছে, ভাষাশহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা হিসেবে একটি শহীদ বেদি নির্মাণ করি। উদ্দেশ্য, গোটা বিশ্ব যেন এই সৃজনশীল কাজ সম্পর্কে জানতে পারে। শহীদ মিনার নির্মাণ করতে গিয়ে দেখলাম, অনেক ফুল প্রয়োজন। এমন বড় স্মৃতিস্তম্ভ এশিয়ার কোথাও নেই। তখনই মাথায় আসে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে নাম লেখানোর। গিনেসে নাম লেখানোর আগ্রহ দেখানোর পর তারা আমাদের থেকে কিছু ডকুমেন্ট চেয়েছে। ছবি, ভিডিও ফুটেজসহ আরও বেশ কিছু কাগজপত্র চেয়েছে। এখানে কী পরিমাণ ফুল লেগেছে, কত রকমের ফুল আর শহীদ মিনারের আকৃতি বা আয়তন
ইত্যাদির সব তথ্য ওদের সরবরাহ করি। ওরা যাচাই করার জন্য আসবে। সেটা যে কোনো সময় হতে পারে। এর জন্য আমরা অপেক্ষা করছি।’ বিশাল এই শহীদ বেদি সম্পর্কে তাইবা আলিফ বলেন, ‘শহীদ বেদিটি মূলত কাঠ ও বাঁশের অবকাঠামোতে তৈরি। এরপর আমরা একে ফুল দিয়ে সাজাই। মাসখানেক লেগেছে এটি তৈরিতে। ফুল সংগ্রহ করেছি নার্সারি থেকে। ২০ জন মানুষ এই বেদি তৈরিতে মেধা ও শ্রম দিয়েছেন। পাঁচ থেকে সাত রকমের ফুল ব্যবহার করা হয়েছে এতে। আর সপ্তাহখানেক লেগেছে শহীদ বেদিকে ফুলের সাজে সাজাতে। সাধারণ দর্শনার্থীরাও এই শহীদ মিনারকে বেশ সাদরে গ্রহণ করেছেন।’ তাইবা আলিফ আরও বলেন, ‘২০১৯ সালে শুরু হয় ফুল দিয়ে সাজানো ঠিকানার পথচলা। এর অবকাঠামো মুন্সীগঞ্জ থেকে আনা। এটি মূলত একটি বসবাসযোগ্য বাড়ি। আমরা একে রেস্টুরেন্টে পরিবর্তন করি। এরপর একে ফুল দিয়ে সাজানো হয়। জাপানি ফুল পিটুনিয়া ও গাঁদা ফুল। সাধারণ দর্শনার্থীরা এই পরিবর্তনটা বেশ সাদরে গ্রহণ করেন। মানুষের প্রকৃতির প্রতি এমন ভালোবাসা থেকে ঠিকানাকে ফুলে আবৃত করার পরিকল্পনা করি। ২০২১ সালে পিটুনিয়া ফুলের পাশাপাশি ডায়ানথাস, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল অর্থাৎ শীত মৌসুমের ফুলগুলো দিয়ে রাঙানো হয় ঠিকানাকে। বলে রাখি- শীত মৌসুমে ঠিকানায় চলে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। তখন দর্শনার্থীর ভিড়ও থাকে বেশি।’
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বাহারি ফুলের শহীদ মিনার
আবদুল কাদের
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর