শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরে অন্য রকম গণগ্রন্থাগার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অন্য রকম গণগ্রন্থাগার

সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ১৯৯৩ সালে  দিনাজপুরের খানসামায় চালু করা হয় ‘পাকেরহাট গণগ্রন্থাগার’। গ্রন্থাগারটির উদ্যোক্তারা শুধু বই পড়ায় মানুষকে উদ্বুদ্ধ করার মাঝেই সীমাবদ্ধ থাকেননি। ধীরে ধীরে তাদের কাজের পরিধি বেড়েছে। তারা রক্তদান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণসহ নানা জনসেবামূলক কাজে যুক্ত হয়েছেন। এতে উপকৃত হচ্ছেন হাজারো মানুষ।

জানা যায়, জনকল্যাণমূলক গণগ্রন্থাগারটি খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন ধানহাটি মাঠে যুবকদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সময়ের উদ্যোক্তাদের  পেশাগত ব্যস্ততার কারণে ২০০৬ সালে এটি বন্ধ হয়ে যায়। হারিয়ে যায় সে সময়ের স্থাপনা ও বই। ফলে ১১ বছর পর ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন স্বপ্নবাজ তরুণ ও স্থানীয় সংবাদকর্মীদের প্রচেষ্টায় এই গণগ্রন্থাগারটি পুনরায় আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে একটি পুরাতন টিনশেড ভবনে নতুন করে যাত্রা শুরু করে। এখানে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, শিশু-কিশোরদের বই থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, বিনোদন, ধর্মীয়, রাজনীতি, অর্থনীতি, উপন্যাস, প্রবন্ধ, রচনাসমগ্র, জীবনী, ছোটগল্প, কবিতাসহ হাজার হাজার বইয়ের সমাহার রয়েছে। পছন্দের বই সহজে খুঁজে পেতে ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা বুক শেলফে সাজানো হয়েছে সব বই। প্রতিদিন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, চাকরি প্রত্যাশীসহ অনেকেই জ্ঞান অন্বেষণ করতে আসেন এখানে।

সর্বশেষ খবর