ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে বাংলাদেশে প্রথম পরিবেশবান্ধব খাসমহল জামে মসজিদ। অত্যন্ত সৌন্দর্যমন্ডিত স্থাপনার এই মসজিদ ভোলার চরফ্যাশন উপজেলায় জ্যাকব টাওয়ার সংলগ্নে অবস্থিত। দেয়ালে সিরামিক ইটের গাঁথুনির ফাঁকে ফাঁকে প্রকৃতির নির্মল বাতাস। ওপরে মাকড়সা আকৃতির কাচের গম্বুজ ভেদ করে সূর্যের আলোকরশ্মি ছড়াচ্ছে মসজিদজুড়ে। ভিতর বাহিরে নান্দনিক লাইটিং আর প্রকৃতিবান্ধব নির্মাণশৈলীর এই মসজিদটি ধর্মপ্রাণ মানুষকে আকৃষ্ট করছে। গ্রাউন্ড ফ্লোরসহ তিন তলায় ৪ হাজার ৫০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। উপজেলা পর্যায়ে এই মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। আন্ডার গ্রাউন্ডে তাপমাত্রা সহনীয় রাখতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। টানা প্রায় পাঁচ বছর চলছে মসজিদের নির্মাণকাজ। চরফ্যাশন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম হাসান বলেন, ১৭ হাজার বর্গফুট এই মসজিদের চার দিকের দেয়ালে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টোন চিপসের সমন্বয়ে ফেয়ার ফেস সাদা সিমেন্টের প্লাস্টার দ্বারা পরিবেশবান্ধব এই মসজিদের প্রতিটি দেয়াল সিরামিক ইটের গাঁথুনি। ফেয়ার ফেস প্লাস্টার স্থায়িত্ব ১০০ বছর। যা সম্পূর্ণ প্রকৃতিবান্ধব। চরফ্যাশন পৌরসভা থেকে জ্যাকব টাওয়ার ও খাসমহল মসজিদের আশপাশে নান্দনিক সৌন্দর্য বর্ধনে মাঠ, রাস্তা ও ফুলের বাগানের বেষ্টনীর কাজ চলমান রয়েছে। চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ বলেন, ‘২০১৮ সালে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের উদ্যোগ ও পরিকল্পনায় দৃষ্টিনন্দন এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়। পরিবেশবান্ধব এই মসজিদ বাংলাদেশে বিস্ময়। মাহে রমজান উপলক্ষে ১৭ মার্চ অনানুষ্ঠানিকভাবে এটি চালু করা হয়েছে। পরিবেশবান্ধব এই মসজিদে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা নামাজ আদায় করে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ইতোমধ্যে মসজিদের নির্মাণকাজ ৯০ ভাগ শেষ হয়েছে। দেশের বিশিষ্ট আলেম ওলামাদের নিয়ে এই মসজিদ চালু হবে ইনশা আল্লাহ।’ মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, দিনের বেলায় মসজিদে কোনো বৈদ্যুতিক বাতি জ্বালানো লাগবে না। প্রতিটি ফ্লোরে সূর্যের আলো ছড়াবে এবং মসজিদে বসেই সরাসরি এ আলো থেকে ভিটামিন ‘ডি’ পাওয়া যাবে। একত্রে নামাজরত মুসল্লিদের শ্বাস-প্রশ্বাস বহির্গমনে ওপরে এবং নিচে সেন্ট্রাল অ্যাডজাস্ট ফ্যান ও পাইপ রয়েছে। তিনদিকে দেয়ালের সিরামিক ইটের গাঁথুনি নির্মাণশৈলীতে এমনভাবে ফাঁকা রাখা হয়েছে তাতে সার্বক্ষণিক তাপমাত্রা সহনীয় থাকবে এবং বৈদ্যুতিক পাখা ছাড়া কোনো শীতাতপ নিয়ন্ত্রণের প্রয়োজন হবে না। এতে বিদ্যুতের ব্যবহার কম হবে।’
শিরোনাম
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
প্রথম পরিবেশবান্ধব মসজিদ
আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর