শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

নাটোরের তপু এখন যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন নাটোরের ছেলে ফায়েজুদ্দিন তপু...

নাটোর প্রতিনিধি

নাটোরের তপু এখন যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খ্যাতি বিশ্বখ্যাত। যে ১০টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জায়গা করে নিয়েছে তার মধ্যে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় একটি। এই বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন নাটোরের ছেলে ফায়েজুদ্দিন তপু। যুক্তরাজ্যের প্রাচীন ও ঐতিহ্যবাহী ডান্ডি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর ওয়ারউইক বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি। এবার তিনি ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। তপু নাটোর শহরের চকরামপুর এলাকার বাসিন্দা ফকরুদ্দিন তুহিন এবং গৃহিণী তাহমিনা খাতুনের একমাত্র ছেলে। শিক্ষকতার চাকরির খবর নিশ্চিত হওয়ার পর নিজের ফেসবুক ওয়ালে লেখেন- ‘ওয়ারইউক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দেওয়া অনেকটা স্বপ্নের মতো, সারা জীবনের জন্য বিশাল সম্মান।

সর্বশেষ খবর