নোয়াগাঁও। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রাম। বিস্তীর্ণ ফসলের মাঠ। যেদিকে চোখ যায় সেখানে হলুদ সরিষা ও সাদা ধনিয়া ফুলের ছড়াছড়ি। হলুদ ও সাদা ফুলে উড়ছে মৌমাছি। ফুলে ফুলে ভোঁ ভোঁ শব্দে মৌমাছি ওড়ে। যেন মৌমাছির রাজ্য। সেই মৌমাছির দল ফুলের মধু নিয়ে ছুটছেন জমির পাশে রাখা মধুর বাক্সে। মধু রেখে আবার ফিরছেন জমিতে। এ দৃশ্য দেখে খুশি কৃষক ও মৌচাষিরা। কারণ মৌমাছির মাধ্যমে ফুলের বেশি পরাগায়ণ হচ্ছে। এতে বাড়বে ফসল উৎপাদন। এদিকে বেশি মধু আহরণের আশায় খুশি মৌচাষিরা। এমন দৃশ্য চোখে পড়ে নোয়াগাঁওসহ বিচাপিতলা, শ্রীকাইল, রামচন্দ্রপুর, আমিননগর, রোয়াচালা, পীরকাশিমপুর, কামাল্লা, কাগাতুয়া ও আকুবপুরসহ বিভিন্ন গ্রামের মাঠে। সূত্রমতে, জেলায় এবার ১৫ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। তার মধ্যে মুরাদনগরে চাষ হয়েছে ৯ হাজার ৯ হেক্টর জমিতে। এ ছাড়া জেলার উল্লেখযোগ্য মুরাদনগরে ৪৫০ হেক্টর জমিতে ধনিয়ার চাষ হয়েছে। কৃষক মোয়াজ্জেম হোসেন ও আবদুল মান্নান বলেন, ‘আগে আমাদের ভুল ধারণা ছিল। মৌমাছি এলে ফসল উৎপাদন কমে যায়। তবে পরে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে জানলাম, মৌমাছির কারণে ২০-২৫ ভাগ ফসল উৎপাদন বাড়ে। এছাড়া গ্রামে এখন কম দামে খাঁটি মধু পাওয়া যায়। পাশের দেবিদ্বার উপজেলার বাসিন্দা মৌচাষি এমদাদুল হক। তিনি বলেন, মুরাদনগরে মধুর খোঁজে শতাধিক চাষি বাক্স ফেলেছেন। তিনিও ২৫০টি বাক্স ফেলেছেন। তিনি আশা করছেন এই মৌসুমে ৪ টন মধু পাবেন। সরেজমিনে দেখা যায়, কুমিল্লা, সাতক্ষীরা, টাঙ্গাইল, যশোর, মানিকগঞ্জ ও পাবনা থেকে মৌচাষিরা এসেছেন। কিছু এলাকার কৃষক মৌ বক্স স্থাপনে আপত্তি জানাচ্ছেন। সেখানে উপ-সহকারী কর্মকর্তা মো. রায়হান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুর আলম মাঠে গিয়ে তাদের মৌ বক্স স্থাপনের সুফল বর্ণনা করছেন। এদিকে মৌচাষিরা জমে যাওয়া মধু সংগ্রহ করছেন। ট্রে থেকে পড়ছে তাজা টসটসে মধু। বাতাসে ভাসছে মধুর মিষ্টি ঘ্রাণ। স্থানীয়রা তাজা মধু কিনতে ভিড় জমাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু বলেন, ‘জেলার প্রায় অর্ধেক সরিষা চাষ হয়েছে মুরাদনগরে। এখানে কৃষকের ফসল উৎপাদন বাড়াতে মৌচাষিদের উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, গত বছর ১৭ টন মধু পাওয়া গেছে। এবার জমি ও মৌমাছির পরিমাণ বেড়েছে। তাই ৪০ টন মধু পাওয়া যাবে বলে আশা করছি।
শিরোনাম
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
সরিষা ধনিয়ার মাঠে মধু উৎসব
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
১ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
৪ ঘণ্টা আগে | জাতীয়