২১ মে, ২০২৪ ১৮:২০

পাথুরে গ্রহের সন্ধান মিলেছে

অনলাইন ডেস্ক

পাথুরে গ্রহের সন্ধান মিলেছে

পৃথিবী থেকে ৫৫ আলোকবর্ষ দূরে একটি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ‘স্পেকুলাস-৩বি’ নামের নতুন গ্রহটি সূর্যের পরিবর্তে অতি শীতল একটি বামন তারকাকে কেন্দ্র করে ঘুরছে। 

উত্তর চিলির আতাকামা মরুভূমির প্যারানাল অবজারভেটরিতে ধারণ করা ছবি পর্যবেক্ষণ করে এই নতুন গ্রহটির খোঁজ পাওয়া গেছে।

বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মাইকেল গিলন বলেন, নতুন গ্রহটি পাথুরে ধরনের। এটি আকারে পৃথিবীর প্রায় সমান। গ্রহটি প্রতি ১৭ ঘণ্টায় একবার লাল বামন তারার চারপাশ প্রদক্ষিণ করছে। আর তাই গ্রহটিতে দিন ও রাতের হিসাব নেই। অর্থাৎ গ্রহটির একই দিকে দিন, একই দিকে রাত হয়। নতুন গ্রহের চারপাশে কোনো বায়ুমণ্ডলও নেই। 

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বামন সেই শীতল তারা সূর্যের চেয়ে ১০০ গুণ বেশি সময় ধরে আলোকিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন এ গ্রহের বিভিন্ন তথ্য নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর