বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

সুদর্শনের চার বিশ্ব রেকর্ড

সুদর্শনের চার বিশ্ব রেকর্ড

টানা ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট তবলা বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ড গড়েন যুক্তরাজ্য প্রবাসী তবলাবিশারদ সুদর্শন দাস। বিশ্ব দরবারে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে এর আগে, ২০১৭ সালে টানা ২৭ ঘণ্টা ঢোল বাজিয়ে গিনেস রেকর্ড করেন। ২০১৮ সালেও টানা ১৪ ঘণ্টা ড্রাম রোল বাজিয়ে চমক দেখান। সর্বশেষ ২০১৯ সালে একটানা ১৪০ ঘণ্টা ৫ মিনিট ড্রাম সেট বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডের অধিকারী হন সুদর্শন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অমূল্য রঞ্জন দাস ও বুলবুল রানী দাসের সন্তান সুদর্শন দাস। মাত্র চার বছর বয়সে চট্টগ্রামের আলাউদ্দিন ললিতকলা একাডেমিতে তবলায় হাতেখড়ি নেন। তখন থেকেই অসংখ্য অর্জন ও খ্যাতি কুড়ান সুদর্শন। ১৯৯১ সালে আন্তঃকলেজ প্রতিযোগিতায় স্বর্ণপদক, ১৯৯২ সালে শান্তিনিকেতনে পন্ডিত বিজন চ্যাটার্জির কাছে তবলা বিষয়ে তালিম এবং ১৯৯৮ সালে সেই শান্তিনিকেতন থেকেই তবলা বিশারদ উপাধি অর্জন করেন তিনি। পরে ২০০৪ সালে যুক্তরাজ্যে আইন পেশায় স্নাতকোত্তর ডিগ্রি নিলেও তবলার টান যেন পিছু ছাড়েনি। লন্ডনে প্রতিষ্ঠা করেন ‘তবলা ও ঢোল’ নামের একটি একাডেমি। ২০০৮ সালে বেঙ্গালুরু আন্তর্জাতিক তবলা প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেন। চার ভাইয়ের মধ্যে চতুর্থ সুদর্শন। বাবার ইচ্ছা ছেলে ব্যারিস্টার হবে, কিন্তু সুদর্শন নিজের আলোয় আলোকিত হন। তবলাবিশারদ হিসেবে নানা খ্যাতি অর্জন করেন।

সর্বশেষ খবর