শিক্ষা ও গবেষণার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯৯৪ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) প্রতিষ্ঠিত হয়। এআইইউবি গ্র্যাজুয়েটরা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চতর শিক্ষা গ্রহণ করার পাশাপশি বহুজাতিক কোম্পানির উচ্চতর পদে চাকরি করছেন। গ্র্যাজুয়েটদের অনেকে উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতির উন্নয়নে ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রেখে যাচ্ছেন। শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদানের জন্য এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। এআইইউবি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কিউএস ৪ স্টার অর্জন করেছে। এছাড়াও টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট র্যাঙ্কিংসহ অন্যান্য র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিশ্বমানের শিক্ষা প্রদান করা আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান তুলে আনার কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য গবেষণাসহ প্রয়োজনীয় সব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক নাগরিক হিসেবে রূপান্তরে কাজ করছে এআইইউবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের জন্য মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য প্রয়োজনীয় বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট বৃদ্ধিরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি প্রদান করে এআইইউবি। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। এ বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তারা সরকারি-বেসরকারি চাকরি, ব্যবসা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলছেন। গুগলের প্রথম বাংলাদেশি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (পরিচালক) জাহিদ সবুর। এআইইউবির গ্র্যাজুয়েটদের নিয়ে সক্রিয় নেটওয়ার্ক এআইইউবি অ্যালামনাই সোসাইটি রয়েছে। তারা শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। অ্যালামনাই এআইইউবির কারিকুলাম কমিটি, ইন্ডাস্ট্রি অ্যাডভাইজর বডিতে সদস্য হিসেবে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই গবেষণাকে গুরুত্ব দিয়ে আসছে এ বিশ্ববিদ্যালয়। গবেষণার জন্য রয়েছে সেন্টার ফর সাসটেইনেবল এনার্জি রিসার্চ সেন্টার, সেন্টার ফর ন্যানো টেকনোলজি রিসার্চ, সেন্টার ফর বায়োমেডিকেল রিসার্চ, সেন্টার ফর রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, বিজনেস ইনকিউবেশন সেন্টার।
শিরোনাম
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ
আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়
ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ, এআইইউবি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর