রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মারে-রাউনিক ফাইনাল

ফেদেরারের বিদায়

ক্রীড়া ডেস্ক

মারে-রাউনিক ফাইনাল

বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট উইম্বলডনের ফাইনালে উঠেছেন স্কটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। শুক্রবার সেমিফাইনালে মারে ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে পরাজিত করেছেন চেক প্রজাতন্ত্রের দশম বাছাই টমাস বার্ডিচকে। আজ পুরুষ এককের ফাইনালে মারে মুখোমুখি হবেন কানাডার মাইলস রাউনিকের। কানাডিয়ান এ তারকা প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছেন ফেদেরারকে হারিয়ে। সেমিফাইনালে রাউনিক ৩-৬, ৭-৬ (৭/৩), ৪-৬, ৭-৫, ৬-৩ সেটে হারিয়েছেন ১৭ বারের গ্র্যান্ডস্লাম জয়ী সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে। এবার তার স্বপ্ন প্রথম গ্র্যান্ডস্লাম জয়। অঘটনের শিকার রজার ফেদেরারের ১৮তম গ্র্যান্ডস্লাম জেতা হলো না। নোভাক জকোভিচ আর রাফায়েল নাদালের অনুপস্থিতিতে এবার রজার ফেদেরারই ছিলেন ফেবারিট। অখ্যাত রাউনিকের কাছেই পরাজয় স্বীকার করতে হলো তাকে। ফাইনালে মারের মুখোমুখি হবেন রাওনিক। মারের এটি ১১তম গ্র্যান্ডস্লাম ফাইনাল। আগের দশ ফাইনালের মধ্যে আটবারই হেরেছেন মারে। প্রতিবারেই প্রতিপক্ষ ছিলেন হয় জকোভিচ, না হয় ফেদেরার। এবারই প্রথম ফাইনালে নতুন কেউ মারের সামনে। ফাইনালে উঠার মাধ্যমে মারে নতুন রেকর্ড গড়েছেন। ফ্রেড পেরিকে ছাড়িয়ে প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ১১তম গ্র্যান্ডস্লামের ফাইনালে খেলবেন মারে। ২০১৩ সালের পর প্রথম উইম্বলডনের ফাইনাল খেলছেন মারে। এবার দেখার বিষয়, ১১তম ফাইনাল স্মরণীয় করে রাখতে পারেন কী না মারে। তার হাতে কি ধরা দেবে তৃতীয় গ্র্যান্ডস্লামের ট্রফি, নাকি বাজিমাত করবেন ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে আসা কানাডিয়ান যুবক রাওনিক? এর আগেও অবশ্য উইম্বলডন জিতেছেন অ্যান্ডি মারে। ২০১৩ সালে এখানে তিনি ফাইনালে হারিয়েছিলেন নোভাক জকোভিচকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর