শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেমিতে মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর

ক্রীড়া প্রতিবেদক

সেমিতে মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর

এশিয়ান হকি টুর্নামেন্টে (এএইচএফ কাপ) বাংলাদেশ আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। হংকংয়ে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ সময় দুপুর ২টায় জিমিদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে সিঙ্গাপুর। হংকং ৪-২, চীন তাইপে ৪-২ ও ম্যাকাওকে ১৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। শক্তির বিচারে সেমিফাইনালে বাংলাদেশ ফেবারিট। কিন্তু গ্রুপ পর্বের তুলনায় সিঙ্গাপুর শক্তিশালী দল। তাই সতর্ক হয়ে খেলতে হবে জিমিদের। হেরে গেলে এশিয়া কাপ খেলার সুযোগ হারাবে। বাংলাদেশ আগেও এএইচএফ কাপে অংশ নিয়েছিল। চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও আছে। কিন্তু এবারের মতো জাতীয় দলের প্রস্তুতি কখনো হয়নি। জার্মানি, অস্ট্রিয়া ও পোল্যান্ডে প্রায় এক মাস অনুশীলন করেছেন জিমি চয়নরা। আট প্রস্তুতি ম্যাচও খেলেছেন। এর পরও যদি এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হতে না পারেন তা হবে বড় ট্র্যাজেডি। প্রথম দুই ম্যাচে ঘাম ঝরানো জয় পেলেও গ্রুপের শেষ ম্যাচে ম্যাকাওকে ১৩ গোলে বিধ্বস্ত করেছে। তরুণ তারকা আশরাফুল হ্যাটট্রিকসহ ৫ গোল করেন। আত্মবিশ্বাস নিয়েই সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিমিরা ফাইনাল নয়, ট্রফি নিয়েই ঘরে ফিরবেন— এ প্রত্যাশা সবার। অন্য সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও হংকং। আগামীকালই টুর্নামেন্টের ফাইনাল হবে।

সর্বশেষ খবর