সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
উত্তর বারিধারার জয়

শঙ্কা কাটছে না মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

রেলিগেশনের শঙ্কা কাটছে না ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের। গতকাল তারা জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ২-২ গোলে ড্র করেছে প্রতিবেশী আরামবাগের সঙ্গে। এর ফলে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী দলটি।

রেলিগেশনে যাবে কি না তা মোহামেডানের বাকি তিন ম্যাচের ওপর নির্ভর করছে। সমানসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান সাতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত এই ম্যাচে ১৬ মিনিটে আবদুল্লাহর কর্নারে সাজিদুর রহমানের প্লেসিং শট জালে জড়ালে আরামবাগ এগিয়ে যায়। ৩৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরার ক্রসে তৌহিদুল আলম সবুজ হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। ৭৩ মিনিটে  আবারও এগিয়ে যায় আরামবাগ। ফরোয়ার্ড জাফর ইকবাল আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় জালে বল পাঠান। ৮৭ মিনিটে পাট্রিস গোল করে শেষ মুহূর্তে মোহামেডানের পরাজয় রক্ষা করেন। প্রথম পর্বে দুই দলের ম্যাচ গোলশূন্য ড্র হয়।

এদিকে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ১-০ গোলে মুক্তিযোদ্ধাকে পরাজিত করে। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকার পর ৬৭ মিনিটে লিমার গোলে জয় পেয়ে যায় উত্তর বারিধারা। এই জয়ে ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বারিধারা। ফেনী সকার ১৪ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে।

সর্বশেষ খবর