সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ কর্নার

দুঃসংবাদ

ব্রিটিশরা ফুটবল দেখতে দেখতে খেতে ভালোবাসে। বিশেষ করে ভাজা মাংস আর পটেটো। এমনকি অনেকে পেস্ট্রি খেতেও পছন্দ করেন। কিন্তু ব্রিটিশ ফুটবল সমর্থকদের জন্য দুঃসংবাদ। রাশিয়া বিশ্বকাপে খেলা দেখতে দেখতে এমন কিছু খেতে পারবেন না তারা। স্টেডিয়ামে ব্রিটিশদের পছন্দসই খাবার রাখবে না রুশ কর্তৃপক্ষ। স্টেডিয়ামে কেবল এক ধরনের খাবারই থাকবে। রাশিয়ান কুলেবিয়াকা বা পিরোগ। রুশদের কাছে এটা খুব জনপ্রিয়। অনেকটা বার্গারের মতো দেখতে। অবশ্য তুলনামূলকভাবে এটা কম দামে কেনা যাবে। মাত্র ১.২৫ মার্কিন ডলারে (১০৪ টাকা)। দাম যেমনই হোক, ব্রিটিশ ফুটবল সমর্থকদের জন্য এটা দুঃসংবাদই। তারা নিজেদের পছন্দমতো খাবারই খেতে পারবেন না স্টেডিয়ামে।

 

ডোরাকাটা জার্সি

দিন কয়েক আগে ক্রীড়া সামগ্রীর বিখ্যাত প্রতিষ্ঠান নাইকে ইংল্যান্ড এবং নাইজেরিয়া দলের বিশ্বকাপ কিট উন্মুক্ত করেছে। লন্ডনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দলের জার্সিসহ বিভিন্ন কিট ভক্তদের সামনে তুলে ধরা হয়। ইংল্যান্ডের সেই চিরচেনা সাদাটে জার্সি। তবে ভক্তরা পছন্দ করেছে নাইজেরিয়ার বিশ্বকাপ কিট। সাদা আর সবুজ ডোরাকাটা জার্সি যেন আফ্রিকার চিতা। নাইজেরিয়া আগামী জুনে অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপে ডি গ্রুপে আর্জেন্টিনা, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে। নাইজেরিয়ার বিশ্বকাপ জার্সি উন্মুক্ত হওয়ার পর পরই ইন্টারনেটে বেশ সাড়া পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্তরা উচ্ছ্বসিত প্রশংসা করে নাইজেরিয়ার বিশ্বকাপ কিটের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর