বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সালাহ ম্যাজিকে সেমির পথে লিভারপুল

ক্রীড়া প্রতিবেদক

সালাহ ম্যাজিকে সেমির পথে লিভারপুল

গোলের পর উল্লসিত সালাহ

রূপকথার গল্প লিখেই চলেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের লাল জার্সিতে ‘প্রিন্স অব ইজিপ্ট’ গোলের পর গোল করে রূপকথার নায়ক হয়ে উঠছেন দিন দিন। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন। বাজিমাতও করছেন। কিন্তু সালাহ মানেই এখন গোল। সালাহ মানেই এখন রঙধনুর সাত রঙয়ে স্বপ্ন দেখা। স্বপ্ন দেখানো সেই মিসরীয় যুবরাজের হাত ধরে এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে লিভারপুল। সালাহ খেলছেন। গোল করছেন। জিতে চলেছে লিভারপুল। মিসরীয় যুবরাজের চোখ ধাঁধানো পারফরম্যান্সে লিভারপুল এক পা দিয়েই ফেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। পরশু রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ইজিপশিয়ান প্রিন্স সালাহ ও ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনোর জোড়া গোল এবং জেমস মিলনারের গোলে ৫-২ গোলে হারিয়েছে রোমাকে। আগামী বুধবার ফিরতি লেগে তিন গোলের কম ব্যবধানে হারলেও ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে লিভারপুল।

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার বিপক্ষে অভিশ্বাস্য গল্প লিখে সেমিফাইনালে জায়গা করে নেয় রোমা। লিভারপুল সেমিতে জায়গা নেয় স্বদেশি জায়ান্ট ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে। ফলে শক্তিমত্তার বিচারে দুই দলই সমানে সমান। তারপরও ঘরের মাঠ বলে ফুটবল বিশ্লেষকরা এগিয়ে রাখেন লিভারপুলকে। এগিয়ে রাখার একমাত্র কারণ সালাহ। সেমিফাইনালে নামার আগে যিনি লিভারপুলের জার্সিতে সোনালি বুটে গোল করেছেন ৪১টি। ছন্দে থাকা সালাহকে নিয়ে জারগেন ক্লপের লিভারপুল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বিধ্বস্ত করে ফেলে ইতালিয়ান জায়ান্ট রোমাকে। অবশ্য ম্যাচে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রোমা। কোলারভের শটটি যদি ক্রসবারে না লাগতো, তাহলে ম্যাচের ফল হয়তো অন্যরকম হতো। যাই হোক, মিসরে  নতুন ‘ফারাও’ সালাহ অসাধারণ খেলে দুটি গোল করেছেন এবং সহায়তা করেছেন দুটি গোলে। তার অবিশ্বাস্য পারফরম্যান্সে বড় ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে অল রেডরা। আক্রমণের পর আক্রমণ শানিয়ে ম্যাচে প্রথম গোল পায় লিভারপুল ৩৫ মিনিটে। ব্রাজিলিয়ান ফিরমিনোর বাড়ানো বল ধরে ডি বক্সের মাথা থেকে ঠাণ্ডা মাথায় বাঁ-পায়ের কোণাকুণি শটে দুর্দান্ত এক গোল করেন সালাহ (১-০)। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ৪৫ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণ করেন সালাহ। এবার বল বানিয়ে দেন ফিরমিনো। সতীর্থের বাড়ানো বল ধরে বাঁ পায়ের আলতো চিপে জালে পাঠিয়ে দেন বল (২-০)। চলতি মৌসুমে লিভারপুলের পক্ষে এটা ৪৩ নম্বর গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে ১০ নম্বর গোল। চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে ১০ গোল করে রেকর্ড গড়েন দিন কয়েক আগে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা সালাহ। অবশ্য ম্যাচে জোড়া গোল করে এক মৌসুমে ১০ গোলের রেকর্ডও করেন। এর আগে এক মৌসুমে ১০টি করে গোল করেছিলেন মেসি ও নেইমার। ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর কোচ ক্লপ বিশ্রাম দিতে তুলে নেন সালাহকে। এরপর দুটি গোল করে ম্যাচে রোমাঞ্চের সৃষ্টি করে রোমা। আগামী বুধবার যদি রোমা ৩-০ গোলে জিতে যায়, তাহলে ফের লিগে ফাইনালে জায়গা নিবে রোমা। সেটা আবার ৩৪ বছর পর। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর