শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার জয় ভারতের হার

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের ট্রাকে ফিরেছে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গতকাল দুবাই মাখদুম আল রশিদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের খেলায় অস্ট্রেলিয়া ৩-০ গোলে হারিয়েছে ফিলিস্তিনকে। আগের রাতে ভালো খেলেও হেরেছে ভারত। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছেন সুনীল ছেত্রীরা। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছিল ভারত। ফিলিস্তিন প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল সিরিয়ার সঙ্গে। গতকাল দ্বিতীয় ম্যাচ খেললেও বর্তমান চ্যাম্পিয়নদের গতির সঙ্গে পেরে ওঠেনি। প্রথমার্ধেই ২ গোল করে এগিয়ে যায় সকারুরা। ১৮ মিনিটে ম্যাকলারেন, ২০ মিনিটে সাওয়ের ম্যাবিন গোল ২টি করে দলের জয়ের ভিত গড়ে দেন। শেষ বাঁশি বাজার অন্তিম মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন অ্যাপোস্টিম জিয়াননু। গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে জর্ডান। এর পরই অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই ম্যাচে ৩। আগের রাতে চারটি সহজ সুযোগ নষ্ট করার খেসারত গুনেছে ভারত। প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে দলকে জয় উপহার দেন খালিফ মোবারক ও আলী আহমদ মাবখাওত। খালিফ গোল করেন ৪১ মিনিটে আর মাবখাওত ৮৮ মিনিটে। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আরব আমিরাত। ৩ পয়েন্ট করে পরের স্থানে ভারত ও থাইল্যান্ড।

সর্বশেষ খবর