রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকার টানা চতুর্থ জয়

ক্রীড়া প্রতিবেদক

সিলেট সিক্সার্সকে ৩২ রানে হারিয়ে বিপিএলে টানা চতুর্থ জয় তুলে নিল ঢাকা ডায়নামাইটস। গতকাল সাকিবদের দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ ওভারের মধ্যে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, আফিফ হোসেন, লিটন দাস, নাসির হোসেন ও সাব্বির রহমানকে হারিয়ে যেন ম্যাচ থেকেই ছিটকে পড়ে সিলেট সিক্সার্স। তবুও শেষ পর্যন্ত ১৪১ রান করে দলটি। একাই লড়াই করেছেন নিকোলাস পুরান। ৪৭ বলে খেলেছেন ৭২ রানের ঝড়ো ইনিংস। একটি বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কার মার। গতকাল প্রথমে ব্যাট করে সিলেটের বিরুদ্ধে ৭ উইকেটে ১৭৩ রান করেছে ঢাকা। ব্যাটিং বিদেশি তারকারা ক্লিক না করলেও ঝড় তুলেছিলেন রনি তালুকদার। ডায়নামাইটসের এই ব্যাটসম্যান মাত্র ৩৪ বলে খেলেছেন ৫৮ রানের সাইক্লোন ইনিংস। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি বিশাল ছক্কা। প্রথম দুই ম্যাচে ঝড় তোলা আফগান তারকা হযরতউল্লাহ জাজাই করেছেন মাত্র ৪ রান। তবে ২১ বলে ২৫ রানের একটি ইনিংস খেলেছেন সুনীল নারাইন। এ ছাড়া মোহাম্মদ নাঈম ২৩ বলে খেলেছেন ২৫ রানের হার না মানা ইনিংস। নুরুল হাসান সোহানের ব্যাট থেকেও এসেছে অপরাজিত ১৮ রান (১০ বলে)। আর অধিনায়ক সাকিব ১৭ বলে খেলেছেন ২৩ রানের আরেকটি ইনিংস। গতকালও দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৩৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

আগের ম্যাচে চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে ২৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন সিলেট সিক্সার্সের এই বোলার। শক্তিশালী ঢাকা ডায়নামাইটের বিরুদ্ধে নেন ৩৬ রানে ৩ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর