রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দুই বছর পর জাতীয় সাঁতার

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে জাতীয় সাঁতার পুলে গড়াচ্ছে।  আজ থেকে শুরু হচ্ছে ২৯তম জাতীয় সাঁতার। ২০১৬ সালে গোপালগঞ্জে শেষবারের মতো  জাতীয় সাঁতার অনুষ্ঠিত হয়। গত বছর অবশ্য বয়সভিত্তিক সাঁতারের আয়োজন করা হয়। গতকাল সংবাদ সম্মেলনে সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি রফিজউদ্দিন রফিজ জানান, নানা সীমাবদ্ধতার কারণে জাতীয় সাঁতার আয়োজন করা সম্ভব হয়নি। আশা করি এবার থেকে নিয়মিত হবে। তিনদিনব্যাপী জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু হবে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে। এখানে হবে সাঁতার ও ওয়াটার পোলোর ইভেন্টগুলো। ডাইভিং ইভেন্ট হবে বাংলাদেশ নৌবাহিনী ডাইভিং পুলে। সামনে এসএ গেমস। তাই এবার জাতীয় সাঁতারের গুরুত্ব অনেক। আন্তর্জাতিক পর্যায়ে সাঁতারে সাফল্য আসছে না। গত এসএ গেমসে মহিলা সাঁতারু মাহফুজা খাতুন শীলা দুই ইভেন্টে সোনা জিতে দেশের মুখ রক্ষা করেছিলেন। পুরুষরা সে তুলনায় অনেক পিছিয়ে আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর