শিরোনাম
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দুরন্ত জয়ে শুরু বাংলাদেশের

রাশেদুর রহমান

দুরন্ত জয়ে শুরু বাংলাদেশের

বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল ভিন্ন দৃশ্যই চোখে পড়ল। বঙ্গমাতা নারী অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মেয়েদের খেলা দেখতে লাইন ধরে টিকিট কেটে মাঠে হাজির কয়েক হাজার দর্শক। গলা ফাটানো চিৎকার করে ম্যাচজুড়ে মেয়েদের উৎসাহ জুগিয়েছেন তারা। উৎসবমুখর এক পরিবেশ তৈরি করেছেন। দর্শকদের কাছ থেকে উৎসাহ পেয়ে নিজেদের উজাড় করে খেলেছেন স্বপ্না, মৌসুমী, মনিকা, কৃষ্ণারা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনালের পথ অনেকটাই পরিষ্কার করে রাখল লাল-সবুজের জার্সিধারী মেয়েরা। টুর্নামেন্ট শুরুর আগেই হঙ্কার ছেড়েছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। টুর্নামেন্ট জয় করাই তার চূড়ান্ত লক্ষ্য। সেই হুঙ্কার যে মোটেও অমূলক ছিল না তার প্রমাণ মিলল প্রথম ম্যাচেই। সংযুক্ত আরব আমিরাত মেয়েদের ফুটবলে মোটেও দুর্বল দল নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা ৯৮ নম্বরে। অন্যদিকে বাংলাদেশ আছে ১২৭ নম্বরে। কিন্তু র‌্যাঙ্কিংয়ে পরোয়া খুব একটা নেই মৌসুমীদের। মাঝ মাঠে প্রতিপক্ষকে তেমন একটা লড়তেই দেননি মারিয়া-মনিকা-সানজিদারা। সংযুক্ত আরব আমিরাত ছেলেদের বিশ্বকাপ খেলেছে ১৯৯০ সালে। বাংলাদেশের ছেলেরা তাদের বিপক্ষে ৫টা ম্যাচ খেলে একটাও জিততে পারেনি। প্রতিটাতেই হেরেছে। গোল হজম করেছে ২১টা। বিপরীতে গোল করেছে মাত্র ১টা। ছেলেদের এ লজ্জাজনক রেকর্ড কিছুটা হলেও কী আড়ালে ঢাকল মেয়েরা!

সর্বশেষ খবর