Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৪ আগস্ট, ২০১৯ ২৩:৪০

ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ স্কোর

ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ স্কোর

ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ স্কোর ৪৮১ রান। ২০১৮ সালের ১৯ জুন নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্বাগতিক ইংল্যান্ড গড়েছিল এই রেকর্ড। ওই ম্যাচে অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো ঝড়ো সেঞ্চুরি করেছিলেন। হেলস ৯২ বলে করেছিলেন ১৪৭, বেয়ারস্টো ৯২ বলেই খেলেছিলেন ১৩৯ রানের ইনিংস। এ ছাড়া জেসন রয়ের ব্যাট থেকে এসেছিল ৮২ রান। তবে সাইক্লোন গতিতে হাফ সেঞ্চুরি করেছিলেন ইউইন মরগার। ইংলিশ অধিনায়ক মাত্র ৩০ বলে করেছিলেন ৬৭ রান। ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছিল ২৪২ রানের বিশাল ব্যবধানে। ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৪ রানের রেকর্ডও ইংলিশদেরই। সেই একই মাঠে, ট্রেন্ট ব্রিজে। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই স্কোর করেছিল স্বাগতিকরা। তৃতীয় সর্বোচ্চ ৪৪৩ শ্রীলঙ্কার। 


আপনার মন্তব্য