ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রস্তাব পেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানও। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে তিন টাইগার ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এরমধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি তামিমকে প্রস্তাব দিয়েছিল ৯০ হাজার ডলার বা ৭৬ লাখ টাকার। অর্থের পরিমান বিশাল হলেও পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব নাকচ করেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক, ‘নিঃসন্দেহে আকর্ষণীয় প্রস্তাব ছিল। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করতে হয়েছে আমাকে। এছাড়া আমাদের দেশের করোনা পরিস্থিতি ভালো নয়। সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি। এছাড়া আমার পরিবারের কেউ যদি করোনা আক্রান্ত হন, তাহলে দ্রুত দেশে ফেরা সম্ভব নয়। এসব ভাবতে হয়েছে আমাকে। এতসব দুর্ভাবনা মাথায় নিয়ে কখনোই ভালো ক্রিকেট খেলা সম্ভব নয়।’ সিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ১৮ আগষ্ট। ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিপিএলের ৩৩ ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ এন্ড টোবাগোতে। সব দলের ক্রিকেটারদের একটি হোটেলে রাখার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে ঈদের পর প্রিমিয়ার ক্রিকেট শুরুর। যদিও সেই সম্ভাবনা খুবই কম। প্রিমিয়ার ক্রিকেট বন্ধ হয়েছে ১৮ মার্চ। এরপর সবধরনের ক্রিকেট বন্ধ হয়ে আছে দেশে। তামিম এর আগে ২০১৩ সালে সিপিএলে খেলেছিলেন সেন্ট লুসিয়া জুকসের হয়ে। মাহমুদুল্লাহ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্যাক্তিগত ও পারিবারিক কারনে। টাইগার টি-২০ অধিনায়ককে সিপিএল খেলার প্রস্তাব দিয়েছিল সেন্ট লুসিয়া ও সেন্ট কিটস। প্রস্তাবি ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে টি-২০ অধিনায়ক বলেন, ‘আমার সাথে দুই দলেরই কথা হচ্ছিল। পরিবারের সাতে কথা বলেছি। আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই লোভণীয় প্রস্তাব থাকার পরও না করে দিয়েছি।’