বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্বকাপে চোখ বাংলাদেশের

জানুয়ারিতে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে ক্রীড়াঙ্গনে অচলাবস্থা নেমে এসেছে। জনপ্রিয় খেলা হকিতে তো আরও করুণ হাল। প্রায় আড়াই বছর ধরে প্রিমিয়ার লিগের দেখা মিলছে না। অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন খেলোয়াড়রা। তারপর আবার নির্বাচিত সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদকে ঘিরে ভোগান্তির শেষ ছিল না। ক্যাসিনো কান্ডে তিনি গা ঢাকা দিয়েছেন। দীর্ঘদিন ফেডারেশন কর্মকান্ডে তার দেখা না মেলায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে জয়ী মো. ইউসুফই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এক কথায় হকি যেন সংকটের বৃত্তে বন্দী ছিল। যাক এখন অনেকটা গুছিয়ে উঠেছে ফেডারেশন।

প্রিমিয়ার লিগ কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিছু ক্লাব নানা অজুহাত দেখিয়ে লিগ খেলতে চাচ্ছে না। তবুও সামনে হকির ব্যস্ত সময় আসছে। জানুয়ারিতে বঙ্গবন্ধু আল আরফাহ ইসলামী ব্যাংক অনূর্ধ্ব-২১ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। মার্চে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। সময় কম বলে ১৫ অক্টোবর থেকে অনূর্ধ্ব-২১ দলের অনুশীলন শুরু হচ্ছে। গত জুন মাসেই ঢাকায় এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। করোনাভাইরাসে এশিয়ান হকি ফেডারেশন তা স্থগিত করে। ফেডারেশনের সহ-সভাপতি ও সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ এ আদেল বলেন, ‘শনিবার ৩৬ জন খেলোয়াড়কে প্রাথমিক স্কোয়াডে ডাকা হবে। রবিবার খেলোয়াড়দের করোনা টেস্ট করা হবে। পজিটিভ শনাক্ত হলে অনুশীলনের সুযোগ পাবে না। আইসোলেশনে রাখা হবে। বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে ক্যাম্প চলবে। তবে সপ্তাহে তিন দিন খেলোয়াড়রা মওলানা ভাসানী স্টেডিয়ামে টার্ফে অনুশীলনের সুযোগ পাবেন। টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা চার দলই আগামী বছর ভারতে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ভারত স্বাগতিক হলেও তারা অনূর্ধ্ব-২১ এশিয়ান চ্যাম্পিয়শিপ খেলছে।

অনূর্ধ্ব-২১ দলের প্রশিক্ষকের দায়িত্ব পেয়েছেন মামুন উর রশিদ। তিনি বলেন, ‘যুব হলেও এখানে জাতীয় দলের বেশ কজন খেলোয়াড় থাকছেন। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন খেলোয়াড়রা খেলার বাইরে। অনেকের হয়তো ফিটনেসের ঘাটতি থাকতে পারে। অনুশীলন শুরু হলে বুঝতে পারব কার কি অবস্থা। হাতে ৮০ দিনের মতো সময় আছে। ভালো মতো প্রস্তুতি নিতে পারলে সেমিফাইনাল খেলা সম্ভব। আমার দলে বেশ কজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা পারফরমেন্স শো করতে পারলে আশা রাখি চারে থেকেই বিশ্বকাপে যেতে পারব।

সর্বশেষ খবর