রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
শেষ আটের লড়াই

বসুন্ধরা কিংস না শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

নকআউট পর্বের ম্যাচ। হারলেই বিদায়। এখানে ফেবারিটের হিসাব মেলে না। ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে। কিংস গ্রুপে দুই ম্যাচ জিতেছে। অন্যদিকে শেখ জামাল কোনো জয় না পেয়েও শেষ আটে জায়গা করে নিয়েছে। শক্তির বিচারে ম্যাচে স্পষ্ট ফেবারিট কিংস। শেখ জামাল প্রথম ম্যাচে পুলিশের সঙ্গে ২-২ ড্র। পরের ম্যাচে শেখ রাসেলের কাছে ২-৩ গোলে হার। ভাগ্যক্রমে গোল বেশি করায় তারা বেঁচে গেছে।

ফেবারিট বসুন্ধরা কিংস প্রতিপক্ষকে যোগ্য ভেবেই মাঠে নামবে। টেনশনের লড়াইয়ে স্বাভাবিক  নৈপুণ্য প্রদর্শন করাটা মুশকিল। সুযোগ যারা কাজে লাগাবে তারাই সেমিফাইনালে উঠে যাবে। কিংসের কোচ অস্কারও বললেন সে কথা। সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে জেতার চেষ্টা করতে হবে। এরপর ম্যাচে ফিফটি ফিফটি সম্ভাবনা থাকে। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। বললেন, ‘ছেলেরা দুই ম্যাচ ভালোই খেলেছে। শেখ জামালকে দুর্বল ভাবার প্রশ্নই ওঠে না। ওরাও জেতার জন্য নামবে। চাপে রাখার চেষ্টা করবে। কৌশল খাঁটিয়েই তাদের পরাস্ত করতে হবে।’

শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘বসুন্ধরা সবচেয়ে শক্তিশালী ও ব্যালেন্সড দল। প্রতিটি পজিশনেই মানসম্পন্ন খেলোয়াড় আছে। জিততে হলে সেরাটাই দিতে হবে। চাপমুক্ত হয়ে খেলতে পারলে জয় সম্ভব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর