মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জিতেই চলেছে ম্যান সিটি

ক্রীড়া ডেস্ক

জিতেই চলেছে ম্যান সিটি

হারের কথা ভুলেই গেছে ম্যানচেস্টার সিটি। গত বছরের নভেম্বরে সর্বশেষ হারের তিক্ত স্বাদ নিয়েছিলেন পেপ গার্ডিওলার শিষ্যরা। এরপর আর কেউ দমিয়ে রাখতে পারেনি রহিম স্টাার্লিংদের। পরশু রাতে গার্ডিওলার দল ম্যান সিটি ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। এ জয় সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ১৮তম জয়। প্রিমিয়ার লিগে এ জয় আবার টানা ১৩ নম্বর। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি আরও শক্ত করেছে। ২৫ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৫৯। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লিস্টার সিটি, তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৬। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ছয়ে। গত বছর লিগ শেষ করেছিল ম্যান সিটি রানার্স আপ হয়ে। এবার শিরোপা জয়ে মরিয়া দলটি পরশু রাতে আর্সেনালকে হারিয়েছে ইংলিশ স্ট্রাইকার রহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে। ঘরের মাঠে ঘাম ঝড়ানো জয়ের পর ম্যান সিটির কোচ বলেন, ‘মানুষ কেবল জয় ও রেকর্ড নিয়ে কথা বলে। কিন্তু এমন কাজ করতে আপনাকে অনেকগুলো ম্যাচ জিততে হবে। কাজটি সহজ নয়।

একদিন এ জয়রথ থামবে। আমি মুগ্ধ আমার দলের পারফরম্যান্সে। কারন, অপরাপর দলগুলো যেখানে পয়েন্ট হারাচ্ছে, তখন আমার দল ধারাবাহিকতা বজায় রেখেছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর