বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বৈঠকে বসছে হকি ফেডারেশন

হকির প্রিমিয়ার লিগ নিয়ে জটিলতা কাটছেই না। প্রায় তিন বছর ধরে দেশের জনপ্রিয় এ আসর বন্ধ। করোনাভাইরাসে সংকট আরও বেড়ে গেছে। তবে হকি ফেডারেশন নতুন উদ্যোগ নিয়ে এগুতে চায়। সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, ঈদের পর আমরা প্রতিটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বসার চিন্তা-ভাবনা করছি। এখানে হকি ফেডারেশনের সভাপতি জানতে চাইবেন লিগ শুরু করতে তাদের আপত্তি আছে কিনা। আগে ক্লাব প্রতিনিধির সঙ্গে সভা হতো। তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন না।

সভাপতি ও সেক্রেটারি সরাসরি হ্যাঁ বা না বলতে পারবেন। এ ছাড়া আমরা কোনো পথ দেখছি না। ক্লাবগুলো সম্মতি দিলে সরকারের অনুমতি নিয়ে লিগ শুরুর আশা রাখি। আমাদের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রিমিয়ার লিগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদান চেয়েছেন। এই অনুদান পেলে ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করা যাবে। আমাদের প্রক্রিয়া থেমে নেই। লিগ মাঠে নামাতে সব রকম চেষ্টা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর