রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

ভুল থেকে শিখতে হবে

‘আমি মনে করি দুই দলই সমান সামর্থ্যরে দল। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু ঘরের মাঠের সুবিধা অনেক বড় বিষয়। সেদিক থেকে আমরা সিরিজটি ফেবারিট হিসেবেই শুরু করব। আমরা শ্রীলঙ্কাকে ছোট করে দেখতে পারব না।’

ক্রীড়া প্রতিবেদক

ভুল থেকে শিখতে হবে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ দল যেন হারের বৃত্তে আটকে যায়। এরপর টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলে দশ ম্যাচেও কোনো জয় নেই। নয়টি হার এবং এক ম্যাচ ড্র। আজ সেই বৃত্ত ভাঙার জন্য মাঠে নামছে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে প্রিয় ফরম্যাট ‘ওয়ানডে’। জয়ের জন্য মুখিয়ে তামিম ইকবালের দল। তবে জয় বঞ্চিত শেষের ১০ ম্যাচে বাংলাদেশের সেরা দলকে এক সঙ্গে পায়নি। দলের সেরা তারকা সাকিব আল হাসান ছিলেন না। বিশ্বসেরা অলরাউন্ডার স্কোয়াডে ফেরায় টাইগারদের মনোবলই চাঙ্গা হয়ে গেছে। তা ছাড়া সম্প্রতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করায় ফর্মের তুঙ্গে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এটাও ঠিক, ক্রিকেট দলীয় খেলা। পারফরম্যান্সেও দলীয় সমন্বয় জরুরি। সম্প্রতি টাইগারদের হারের বৃত্তে আটকে যাওয়ার একটা ‘বড় কারণ’ ফিল্ডিং মিস। এছাড়া ব্যাটিং ও বোলিংয়ে ভুল তো আছেই। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্ভুল ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের গত দুই মাসের ভুল থেকে শিখতে হবে। শুধু অতীতের দিকে চেয়ে থাকতে চাই না। সেখান থেকে শিখে তাকাতে চাই সামনে। যদি কাল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে। ফল তো সব সময় নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমরা নিজেদের প্রস্তুতি, ভাবনা ও মানসিকতা নিয়ন্ত্রণ করতে পারি।’

ঘরের মাঠ এবং ওয়ানডে সিরিজ বলেই বাড়তি আত্মবিশ্বাস বাংলাদেশের ক্রিকেটারদের মনে।  কারণ ওয়ানডেতে ২০১৫ বিশ্বকাপের পর ঘরের মাঠে মাত্র একটি সিরিজ হেরেছে বাংলাদেশ। সেটিও বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। এছাড়া দ্বিপক্ষীয় সব কটি সিরিজেই দাপট দেখিয়েছেন টাইগাররা। সে কারণে নিজেদের ফেবারিট ভাবছেন টাইগার কোচ, ‘আমি মনে করি দুই দলই সমান সামর্থ্যরে দল। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু ঘরের মাঠের সুবিধা অনেক বড় বিষয়। সেদিক থেকে আমরা সিরিজটি ফেবারিট হিসেবেই শুরু করব। আমরা শ্রীলঙ্কাকে ছোট করে দেখতে পারব না। ওদের বেশ কয়েকজন খুবই ভালো ক্রিকেটার আছে। নিশ্চয়ই ওরা নিজেদের সামর্থ্য দেখাতে চাইবে।’

সাকিব আল হাসান দলে ফেরায় স্পিনে যোগ হয়েছে বার্তা। তবে টাইগারদের জন্য আরেকটি সুখবর হচ্ছে, এখন বোলিং করছেন মাহমুদুল্লাহ রিয়াদও। এই স্পিন অলরাউন্ডার ইনজুরির কারণে দীর্ঘদিন কেবল ব্যাটিং করেছেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের জন্য বোলিংও অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ। সে কারণেই স্পিন নিয়ে খুবই নির্ভার কোচ।

প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে নামতে চান ডমিঙ্গো। তিনি বলেন, ‘তিন পেসার আমাদের জন্য অবশ্যই একটি উপায় হতে পারে। কাল (আজ) হয়তো তিন  পেসার নিয়েই নামব। সাকিব ফেরায় ও রিয়াদ বোলিং শুরু করায় স্পিন নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না।’

তবে ঘরের মাঠে টাইগারদের প্রধান শক্তি ব্যাটিং লাইনআপ। তাই উইকেটে ব্যাটসম্যানদের জন্য সুবিধা চান ডমিঙ্গো, ‘আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটের উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করা উচিত। আমি ভালো উইকেটই প্রত্যাশা করছি। গত কয়েক দিন অনেক গরম পড়ছে। এটা অবশ্য উইকেটের চরিত্রে প্রভাব ফেলবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর