রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা
প্রথম ওয়ানডে আজ

মিরপুরে এবারও সেই ধীরগতির উইকেট!

‘আশা করি আমরা যেমন চাই, তেমন উইকেটই পাব। এরচেয়ে বেশি কিছু বলা জরুরি মনে করি না। তাহলে প্রতিপক্ষও জানতে পারবে।’

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে এবারও সেই ধীরগতির উইকেট!

ছবি : রোহেত রাজীব

বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে মিরপুরের উইকেট। উইকেটের আচরণ নিয়ে কখনোই সন্তোষ প্রকাশ করেননি ক্রিকেটাররা। চাহিদামতো উইকেট না পাওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন বারংবার। আজ শুরু ওয়ার্ল্ড সিরিজ কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ গড়াচ্ছে মিরপুরে। ব্যাট ও বলের লড়াই শুরুর আগেই ফের আলোচনায় উঠে এসেছে উইকেট। সিরিজে উইকেটের আচরণ কেমন হবে. তামিমদের চাহিদামতো হবে কি না, এ নিয়ে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। পরিসংখ্যান বলে ১১০ ওয়ানডে খেলা মিরপুরের উইকেটের আচরণ বরাবরই একটু মন্থর, ধীরগতির। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছে তামিম বাহিনী। ম্যাচ দুটি হেসে খেলে জিতেছে টাইগাররা। ম্যাচ দুটিতে দাপট ছিল স্পিনারদের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের এবারও স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তারপরও টাইগার অধিনায়ক তামিম তার চাওয়ার কথা জানিয়েছেন কিউরেটরকে, ‘উইকেট নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছি কিউরেটরকে। আশা করি আমরা যেমন চাই, তেমন উইকেটই পাব। এরচেয়ে বেশি কিছু বলা জরুরি মনে করি না। তাহলে প্রতিপক্ষও জানতে পারবে।’

২০০৬ সাল থেকে নিয়মিত ওয়ানডে হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশের ম্যাচগুলো ছাড়াও এখানে এশিয়া কাপ, বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে ১১০টি ওয়ানডে হয়েছে এই মাঠে। বাংলাদেশ জিতেছে ৪৪ ওয়ানডে। মাঠে সর্বোচ্চ স্কোর ভারতের, ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৭০ রান। বাংলাদেশের সর্বোচ্চ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৯ রান। এখানে শ্রীলঙ্কার সর্বোচ্চ ৬ উইকেটে ২৮৯ রান। সর্বনিম্ন রান বাংলাদেশের ৫৮। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে স্কোর দুটি করেছিল টাইগাররা। এখানে স্পিনারদের দাপট বেশি। সাকিব ৮২ ম্যাচে উইকেট নিয়েছেন ১১৯টি। তবে সেরা সেরা বোলিং পেসারদের। ভারতের স্টুয়ার্ট বিনি ৪ রানের খরচে নেন ৬ উইকেট। কাগিসো রাবাদা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনও ৬টি করে উইকেট নিয়েছেন। রান বেশি টাইগার ওয়ানডে অধিনায়কের তামিমের, ৮০ ম্যাচে ২৭১৩। এই মাঠে দেড়শোর্ধ্ব ইনিংস রয়েছে ৩টি। শেন ওয়াটসন ১৮৫*, বিরাট কোহলি ১৮৩ ও বীরেন্দার শেভাগ ১৭৫।

এখন দেখা যাক কিউরেটর গামিনি ডি সিলভা, আগের মতো মন্থর উইকেট বানান, না টাইগার অধিনায়কের চাহিদা মতো উইকেট বানান।   

সর্বশেষ খবর