রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

৩২ কোটি ৫৫ লাখ টাকায় বিসিবির টাইটেল স্বত্ব

ক্রীড়া প্রতিবেদক

২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ঘরের মাঠের সিরিজগুলোর টাইটেল স্পনসরশিপ বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলেশা হোল্ডিংস লিমিটেড, ওয়ালটন ও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম মিলে ৩২ কোটি ৫৫ লাখ টাকায় টাইটেল স্পনসরশিপ কিনেছে। যা বিসিবির বেজ মূল্যের চেয়ে বেশি।

শ্রীলঙ্কা সিরিজ থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত ঘরের মাঠের ক্রিকেট ম্যাচগুলোর সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশীয় মার্কেটিং এজেন্সি ‘ব্যান টেক।’ এই সময়ে ৯টি হোম সিরিজে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-২০ ম্যাচের জন্য বিসিবিকে দিচ্ছে প্রতিষ্ঠানটি দিবে ১৬১ কোটি ৫০ লাখ টাকা। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের আনুষ্ঠানিক নাম, ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

সর্বশেষ খবর