শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

টাইব্রেকারের প্রস্তুতিও নিয়ে রেখেছে দুই জায়ান্ট

ক্রীড়া প্রতিবেদক

নকআউট পর্ব মানেই জয়-পরাজয় নিষ্পত্তি হতেই হবে। কোপা-আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। টেনশন ও চাপের লড়াই। এমন ম্যাচ উপভোগ্য হওয়াটা কঠিন। মেসি ও নেইমাররা চাইবেন নির্ধারিত সময়ে ফল বের করতে। দুই কোচ তাদের শিষ্যদের বলছেন, সুযোগ নষ্ট হবেই। তবে তা যেন বেশি না হয়। বিশ্লেষকরা মনে করছেন, যারা প্রথমে গোল করবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি।

তবে দুই কোচ গোলরক্ষককেও আলদা গুরুত্ব দিচ্ছেন। বলা তো যায় না, ম্যাচ টাইব্রেকারেও গড়াতে পারে। আর্জেন্টিনা-ব্রাজিল টাইব্রেকার মানে তো চাপে দম বন্ধ হওয়ার উপক্রম। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় ফাইনালে গেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে তিনটি শট ঠেকিয়েছেন তিনি। তা যে ব্রাজিলের বেলায় হবে, তা তো বলা যায় না। তাই তো গোলরক্ষক প্রশিক্ষক আলাদাভাবে পরীক্ষা নিচ্ছেন মার্টিনেজের। অন্যদিকে ব্রাজিলকে এবার টাইব্রেকারে যেতে হয়নি। এডারসন সান্তনাকে ভালোমতো ঝালাই করতে হয়েছে। নিয়মিত গোলরক্ষক অ্যালিসন ইনজুরিতে থাকায় এডারসনই গোলে দাঁড়িয়ে আছেন।

সর্বশেষ খবর