মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রোমাঞ্চকর জয় ভারতের

ক্রীড়া ডেস্ক

রোমাঞ্চকর জয় ভারতের

১৫৭ রানে রোমাঞ্চকর জয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। ওভাল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানেই অলআউট হয়েছিলেন কোহলিরা। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রান করে ৯৯ রানের লিড নিয়েছিল। তবে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণ খেললেন কোহলিরা।

রোহিত শর্মা সেঞ্চুরি করলেন (২৫৬ বলে ১২৭)। হাফ সেঞ্চুরি করলেন চেতেশ্বর পুজারা (৬১), রিশাভ পন্ত (৫০) ও শার্দুল ঠাকুর (৬০)। বিরাট কোহলি (৪৪) আর কেএল রাহুলরাও (৪৬) ব্যাট হাতে ভূমিকা রাখলেন। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করল ৪৬৬ রান। ৩৬৮ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। আকাশচুম্বি রানের চূড়ায় চড়তে গিয়ে যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরের বোলিং তোপের মুখে পড়ে ইংলিশরা। তিনজনেই দুটি করে উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। তাদের ইনিংস গুটিয়ে যায় ২১০ রানেই।

সিরিজে পরের ম্যাচ শুরু হবে ১০ সেপ্টেম্বর। ভারতের সিরিজ হারার সম্ভাবনা নেই। শেষের ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে। ম্যাচে ড্র করলেও সিরিজ জয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর