শিরোনাম
শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিশ্বকাপে শীর্ষে সাকিব

ক্রীড়া প্রতিবেদক, মাস্কাট থেকে

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে হারলেও টি-২০র ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান। টপকে গিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। কাল পাপুয়া নিউগিনির বিরুদ্ধে মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে আরেকবার টপকে গেলেন সেই মালিঙ্গাকে। এবার বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করলেন সাকিব। ২৮ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের উইকেট সংখ্যা ৩৯টি। তবে ৩৯ উইকেট নিয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষ স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে তিনি সাকিবের চেয়ে ৬ ম্যাচ বেশি  খেলেছেন। আগের ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেই ওমানকে হারিয়েছিল টাইগাররা। বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছিলেন ম্যাচসেরা। গতকাল টানা দি¦তীয় ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতলেন সাকিব।

ব্যাট হাতে ৩৭ বলে খেলেছেন ৪৬ রানের দারুণ এক ইনিংস। ব্যাট হাতে বিশ্বসেরা অলরাউন্ডার যেন অসাধারণ। চার ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। গতকাল ২৪টি  ডেলিভারির মধ্যে ১৫টি ডট বল করেছেন সাকিব।

ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘প্রতিটি ম্যাচ আমাদের একটু একটু করে আত্মবিশ্বাসী করে তুলছে। এই জয়টি ছিল অসাধারণ। প্রথম ম্যাচে হারার পর আমরা যে চাপে পড়েছিলাম, এখন তা  থেকে মুক্ত। টি-২০ সহজ ফরম্যাট নয়। গত পাঁচ ছয় মাস থেকে আমি টানা ক্রিকেট খেলছি। তাই কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি।’

প্রথম ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব। ২৮ বল থেকে করেছিলেন মাত্র ২০ রান। তারপর মাত্র ৬ রানে হেরে যায় টাইগাররা। স্কটল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর সাকিবের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু পরের দুই ম্যাচে সেরা পারফর্ম করে তা পুষিয়েও দিয়েছেন। সাকিবকে নিয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘তিনি (সাকিব) চ্যাম্পিয়ন ক্রিকেটার। বাংলাদেশের  সৌভাগ্য যে সাকিবের মতো একজন ক্রিকেটারকে দলে পেয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর