রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দেড় যুগ পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দেড় যুগ পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

শিরোপা নয়। ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আর একেই বড় চমক বা স্বপ্নের জয় বলা যায়। কেননা প্রতিপক্ষ দেশ ছিল মালদ্বীপ। যাদের বিপক্ষে বাংলাদেশ দেড় যুগ ধরে জয় বঞ্চিত ছিল। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষবারের মতো জয় পেয়েছিল লাল-সবুজের দল। ৩৬ দিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ নিজেদের মাঠে ২-০ গোলে হারায় বাংলাদেশকে। দীর্ঘ হতাশার অবসান ঘটল গতকাল। শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে জামাল ভূঁইয়ারা পেলেন সেই চমক জাগানো জয়। জাতীয় দলের হয়ে এটিই জামালের প্রথম গোল। পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের ফাইনাল খেলাও উজ্জ্বল হলো। প্রথম ম্যাচে দুর্বল সিশেলসের বিপক্ষে ড্র করায় মালদ্বীপকে হারাবে বাংলাদেশ তা অনেকেই ভাবেননি। বরং লজ্জার হারের শঙ্কা ছিল।

সব ভয়কে জয় করে শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে জয় পেল। ফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের জয় ছড়া বিকল্প কোনো পথ ছিল না। আগের দিন কোচ ম্যারিও লেমোস দৃঢ় কণ্ঠে বলেছিলেন জিততেই মাঠে নামব। কথা রেখেছেন পর্তুগিজ এই কোচ। বাংলাদেশ খুব যে ভালো খেলেছে তাও বলা যাবে না। অধিকাংশ সময়ে বল নিয়ন্ত্রণ ছিল মালদ্বীপের। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের পুরো দলই খেলতে এসেছে। বাংলাদেশের বরং বেশ কজন নিয়মিত খেলোয়াড় নেই।

১৩ মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। রহমত মিয়ার থ্রো থেকে দূরের পোস্টে ফাঁকায় দাঁড়ানো অধিনায়ক জামাল নিখুঁতভাবে জালে বল পাঠান। রেফারি প্রথমে অফসাইড ধরলেও চতুর্থ রেফারির মত নিয়েই গোল ঘোষণা করেন। অবশ্য সমতায় ফিরতে মালদ্বীপ খুব একটা দেরি করেনি। ৩৩ মিনিটে গোল করেন মোহামেদ উমাইর। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশও সমান তালে খেলতে থাকে। গত ম্যাচে ৮৮ মিনিটে গোল খেয়ে সিশেলসের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। এবার ভিন্ন দৃশ্য, ৮৮ মিনিটে এবার পেল বিজয়ের গোল। জুয়েল রানাকে ডি-বক্সের ভিতর অবৈধভাবে বাধা দিলে রেফারি পেনাল্টি দেন। তপু বর্মণ গোল করলে উৎসব মেতে ওঠে। পাঁচ মিনিট অতিরিক্ত সময় পেয়েও মালদ্বীপ হার এড়াতে পারেনি।

সর্বশেষ খবর