বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

৯০ মিনিট আগে বরখাস্তের খবর পান কোহলি

ক্রীড়া ডেস্ক

ভারতীয় টেস্ট দল ঘোষণার মাত্র ৯০ মিনিট আগে বিরাট কোহলি জানতে পারেন তিনি আর ওয়ানডে অধিনায়ক নন। কেবল মাত্র টেস্টের দায়িত্ব পালন করবেন। বরখাস্ত হওয়া নিয়ে কোহলির কোনো ক্ষোভ নেই, কিন্তু যে প্রক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ওয়ানডে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছে সেটা পছন্দ হয়নি। প্রবল সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বার বার বলে আসছিল, তারা টি-২০ নেতৃত্বে থাকার জন্য কোহলিকে অনুরোধ করেছিলেন। সে অনুরোধ রাখায় ওয়ানডে থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। কারণ, ভারত সাদা বলের দুই ফরম্যাটে এক অধিনায়ক চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের কথা উড়িয়ে দিয়েছেন কোহলি। ওয়ানডে নেতৃত্ব হারানোর পর গতকাল প্রথমবারের মতো মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন, ‘বিসিসিআই-এর সঙ্গে আমার কোনো কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ৯০ মিনিট আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। ফোন ছাড়ার আগে পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর ওয়ানডে দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে।’

বিসিসিআই সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনো দিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি।’

কোহলির নেতৃত্বে টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। কিন্তু ইনজুরির কারণে টেস্ট স্কোয়াডে নেই সাদা বলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। আর ওয়ানডে সিরিজে খেলবে না কোহলি। ভক্তদের ধারণা দুই তারকার মধ্যে দ্বন্দ্ব চরমে। এ বিষয়ে কোহলি বলেন, ‘আমার এবং রোহিতের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই। শেষ দুবছর ধরে এক কথা বলে বলে আমি ক্লান্ত।’

‘দলকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। রোহিত দারুণ অধিনায়ক এবং কৌশলগত ভাবেও পারদর্শী। রাহুল দ্রাবিড়ের সঙ্গে জুটি বেঁধে ওরা আমার থেকে শতভাগ পারফরম্যান্স আদায় করে নেবে। টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটে ওরা যে লক্ষ্য ঠিক করবে দলের জন্য, আমি সে ভাবেই কাজ করব।’

সর্বশেষ খবর